পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস বন্দনা মৃদু-কণ্ঠে প্রশ্ন করিল, এ কথা আর কেউ জানে ? কেউ না । শুধু আমি জানি লুকিয়ে শুনেছিলাম বলে। বন্দন৷ বহুক্ষণ নীরবে থাকিয়া অক্ষুটে কহিল, সত্যই আপনার দাদা অসাধারণ মানুষ । দ্বিজদাস শান্তভাবে শুধু বলিল, গ। কিন্তু এখন আমি নীচে যাই, আমার অনেক বিলম্ব হয়ে গেছে। আপনি বসে বসে বই পড়ুন যতক্ষণ না ডাক পড়ে । বন্দন হাসিয়া কহিল, এখন বই পড়বার রুচি নেই, চলুন আমিও যাই। অন্ততঃ আট-দশদিন ত এখানে আছি, বই পড়বার অনেক সময় পাব । দ্বিজদাস চলিতে উদ্যত হইয়াছিল, থমকিয়া দাড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার ৰাবার সঙ্গে আজ কলকাতা যাবেন না ? না । তার ফেরবার পথে বোম্বায়ে চলে যাব । দ্বিজদাস কহিল, বরঞ্চ আমি বলি তার ফেরবার পথেই আপনি কিছুদিন এখানে থেকে যাবেন। বন্দনা কহিল, প্রথমে সেই ইচ্ছেই ছিল, কিন্তু এখন দেখচি তাতে ঢ়ের অস্ববিধে । আমাকে পৌঁছে দেবার কেউ নেই। কিন্তু আপনি যদি রাজি হন, আপনার পরামর্শই শুনি । কিন্তু আমি ত তখন থাকব না। এই সোমবার মাকে নিয়ে কৈলাস তীর্থে যাত্রা করব । বন্দনার দুই চক্ষু আনন্দে ও উৎসাহে উজ্জল হইয়া উঠিল—কৈলাস ? কৈলালে যাবেন ? শুনেচি সে নাকি এক পরমাশ্চর্য্য বস্তু। সঙ্গে আপনাদের আর কে কে যাবেন ? ঠিক জানিনে, বোধ হয় আরও কেউ কেউ যাবেন। আমাকে সঙ্গে নেবেন ? দ্বিজদাস চুপ করিয়া রহিল। বন্দন ক্ষুন্ন অভিমানের কণ্ঠে জোর করিয়া হাসিবার চেষ্টা করিয়া বলিল, আর এই জন্যেই বুঝি ঠিক সেই সময়ে আমাকে এখানে এলে থাকবার স্বপরামর্শ দিচ্ছেন ? দ্বিজদাস তাহার মুখের পানে চোখ তুলিয়া শাস্তভাবে কহিল, সত্যিই এই জন্তে পরামর্শ দিয়েচি। বৌদি এত কথা লিখেচেন, কেবল এই খবরটি দেননি যে আমাদের এটা কত বড় গোড় হিন্দুর বাড়ি ? এর আচার-বিচারের কঠোরতার কোন আভাস চিঠিতে পাননি ? বন্দনা মাথা নাড়িয়া কহিল, না । R}