পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নারায়ণী ধটি কাত করিয়া রাখি উঠিয়া ওসিয়া পথরোধ করিয়া দাড়াইলেন। দিগম্বী কাদিতে র্যাদিতে বলিগেন, না না, আটকানে জামাদের নারায়ণী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরব সেও ভাল, কিন্তু তোদের ভাত খাব না, তোদের ঘরে শোক না । 酸 নারায়ণী হাত-জোড় করিয়া কহিলেন, কার ওপর রাগ করে যাচ্চ মা ? আমরা কি কোন অপরাধ করেচি ? দিগম্বরীর ক্ৰন্দন অধিকতর উচ্ছ্বলিত হইয়া উঠিল, নাকিমুরে কহিলেন, আমি কচি খুকি নই, নারাণি, সব বুঝি। তোর ইসারা না থাকলে কি ওর কখনও অত সাহস হয় ? আমি ডাইনী ! অ্য, আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ-বালাই—গলগ্রহ ! পথ ছাড় বলচি ! নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মত মাপ কর! আচ্ছা, উনি আম্বন, তারপর যা ইচ্ছে হয় ক’রে । তার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া একটা পিড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন। ক্রোধটা র্তাহার তখনকার মত শাস্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা হামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফু পাইয়া কাদিয়া উঠিলেন। প্রথমটা খামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অৰ্দ্ধভূক্ত অল্প ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। * নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার উপরে। নৃত্যকালী সহ করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী, চট্‌ করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে-শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না । চোখের জল ত তোমার শুকিয়ে যাচ্ছিল না মি, না হয় মিনিট পরেই বার করতে ! দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে রছিলেন। দুপুরবেল রাম কোথা হইতে মুরিয়া ফিরিয়া আসিয়া, এ-শ্বর ও-ঘর খুজিয়া তাহার ধৌদিদির ঘরে আসিয়া দেখিল, তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারট তাহার বড় ভাল বোধ হইল না। তথাপি আস্তে আস্তে বলিল, ক্ষিদে পায় যে ! বৌদিদি কথা কহিলেন না। সে জার একটু জোর দিয়া বলিল, কি খাব ? শাখায়ণী গুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানিনে, যা এখান থেকে । না যাব না—আমার জিদে পায় না বুঝি!

  • ቕቖ