পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দাদাঠাকুর, ভগা বাগদী (৩ামার কেত্তিক-গণেশকে চাপবাব জন্যে জাল এনেচে, দেখবে এসো । একটু বুঝাইয়া বলি। বহুদিনের পুরাতন গোটা-দুই খুব বড় গোছের কইমাছ ঘাটেৰ কাছে সৰ্ব্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে-ফুটে আদৌ ভয় করিত না। রাম বলিত, এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল, কাৰ্ত্তিক, গণেশ। এপাড়ায় এমন কেহ ছিল না যে-ব্যক্তি কাঞ্জিক-গণেশের অসাধাবণ রূপ-গুণের বিবরণ রামের কাছে শোনে নাই, এবং তাহার অনুরোধে একবার দেখি৩ে আসে নাই । কি যে তাহাদেব বিশেষত্ব তাহা কেবল সেই জানিত, এবং কে কাৰ্ত্তিক, কে গণেশ, শুধু সেই চিনিত । ভোলাও সব সময় ঠাহব কবিতে পারি ত না বলিয়া রামেব কাছে কানমলা খাইত । নারায়ণী হাসিয়া বলিতেন, বামেব বাত্তিক গণেশ কাজে লাগবে অামার শ্রান্ধের সময় । ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত কবিল না। সে শ্লেটেব উপব ঝুঁকিয়া পডিয়া বলিল, একবাব চেপে মজা দেখুক না-জাল ছিডে তাবা বেবিযে যাবে। ভোলা কহিল, মা দাঠাকুর, আমাদেব জাল নয। ভগা জেলেদের মোট জাল চেয়ে এনেচে —সে ছিডবে না । রাম প্লেট বাধিয়া বলিল, চল ত দেখি । পুকুর ধারে আসিয়া দেখিল তাহাব কাৰ্ত্তিক-গণেশের বিকন্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। re 觀 t ভগা ঘাটেব কাছে জলে কতকগুলা মুডি ভাসাইয়া দিয়া জাল উষ্ঠত করিয়া প্রস্তু ৩ হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমাৰ মাছ ডাকচ ! ভগা কঁাদ কাদ হইয়া বলিল, বডবাবু হুকুম দিয়ে গিয়েছেন। অন্য মাছ আর পাওয়া গেল না দাঠাকুর । _ রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা, भूव इ ! 参 ভগা জাল তুলিয়া আন্তে আস্তে চলিয়া গেল। 에 * রাম ফিরিয়া আসিয়া পুনর্বাব প্লেট-পেন্সিল লইয়া বসিল । সে কাহারও উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নেতা আলিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা। ছোটগাৰু ভগা বাঙ্গেকে মেরে-ধরে १*७