পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ . এই বিশেষণটা দিগম্বর সবচেয়ে অপছন্দ করিতেন, মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ী ! বেশ কচ্চ ? আচ্ছা আমুক সে। যেমন কুকুর, তেমনি মুগুর হওয়া চাই ও ! কি বেহায়া ছেলে বাবা I–মার খেয়ে পিঠের চামড় উঠে গেছে, তবু লজ্জা হ’ল না ! - g - রাম উপর হইতে বলিল, ডাইনী বুড়ী ! * : *x ডাইনী বুড়ী ! যত বড় মুখ নয়, তত বড় কথা! পাজি হারামজাদা, নাব বলচি ? রাম বলিল, নাবব কেন ? তোর বাবার গাছ ? দিগম্বরী ক্ষেপিয়া উঠিলেন, চীংকার করিয়া বলিলেন, জ্য—বাপ তুললি ? শুনলি নেত্য, শুনলি ? ঠিক সেই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে ইস্কুলে গেলিনে ? গাছে চড়েচিস যে ! - রাম ভাবিয়া রাখিয়াছিল, গাছের উপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়াই সে নামিয়া পলাইবে । কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই। বৌদিদি একবারে উঠানে আসিয়া দাড়াইয়াছেন। সে সভয়ে বলিল, পিয়ার খাচ্চি । - - r তা ত খাচ্চিস্–ইস্কুলে গেলিনে ? আমার পেট কামড়াচ্চে যে ! سم মারায়ণীজলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাচা পিয়ার চিবোচ্চ ? পদিগম্বরী মেয়ের গলা শুনিয়া চুটিয়া আসিয়া বলিলেন, হারামজাদা ছোড়া আমার বাপ তোলে ! বলে, নাবব কেন—তোর বাপের গাছ ? ... . . . নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেচিস ? - - " রাম চোখ-মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বী চেঁচাইয়া উঠিলেন বলিনি হারামজান ? নেত্য সাক্ষী আছে। তার পর মুখ বিকৃত করিয়া, সামুনাসিক স্বর করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল,—তখন—অণর করব না ধৌদি—পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি,-চেপে ধরলে চি চি কর, আর ছেড়ে দিলে नॉक शत्र, হারামজাদা। " " . • , * * * রাম আর সহ করিতে পারিল না । তাহার হাতে একটা বড় কাচা পিয়ার ছিল-ধ" করিয়া ছুড়িয়া মারিয়া দিল । সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না, নারায়ণীর ডৰে জর উপরে গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্বের জন্য চোখে অন্ধকার’ দেখিয়া তিনি সেইখানে বলিয়া পড়িলেন। দিগম্বী ভার চেচামচ করিা: 地*虏