পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তালো ও ছাত্মা y প্রথমেই যদি তোমরা ধরিয়া ব’স, এমন কথখনো হয় না, তবে ত আমি নাচার । আর যদি বল হইতেও পাবে-জগঙে কি যে ঘটে, সবই কি জানি ? তা হলে এ কাহিনী পডিয়া ফেল , আমার বিশ্বাস, তাহাতে কোন মারাত্মক ক্ষতি হইবে না । আর গল্প লিখিতে এমন কিছু প্রতিজ্ঞ কবিয়া বসা হয় না যে, সবটুকু খাট সতা বলিতে হইবে । হ’লই বা দু-এক ছত্র ভুল হ’লই বা একটু-আধটু মতভেদ -এমনই বা তাহাতে কি আসে-দায় ? তা নায়কেব নাম হইল যজ্ঞদত্ত মুগুধ্যে –কিন্তু সুবমা বলে আলোমশাই । নায়িকার নাম ত শুনিলে, কিন্তু যজ্ঞদত্ত তাকে বলে ছায়াদেবী । দিন-কতক তাহাদের ভারি কলহ বাধিয়া গেল, কে যে আলো—কে যে ছায়া, কিছুতেই মীমাংসা হয় না, শেষে সুরমা বুঝাইয়া দিল, এটা তোমার হুক্ষবৃদ্ধিতে আসে মা যে, তুমি না থাকিলে আমি কোথাও নাই—কিন্তু আমি না থাকিলে তুমি চিরকাল চিরজীবী, তাই তুমি আলো, আমি ছায়া। যজ্ঞদত্ত হাসিল, এক তরফ ডিগ্রী পেতে চাও কব, কিন্তু বিচারটা কোন কাজেয় इ'ज न । স্বরম। খুব হয়েচে, বেশ হয়েচে, চমৎকার হয়েচে আলোমশাই, আর ঝগড়া করতে হবে না। তুমি আলোমশাই, আমি ঐমতী ছায়াদেবী। বলিতে বলিতে ছায়াদেবী নানারূপের আলোমশাইকে ব্যস্ত করিয়া তুলিল । 漸 輸 韓 韃 গল্পের এতটুকু ত হ'ল। কিন্তু এইবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বাধিয়া গেলে ঋষ্টি। ভূমি কহিবে, ইহার স্ত্রী-পুরুষ, আমি কহিব, খ্ৰী-পুরুষ বটে, কিন্তু স্বামী-স্ত্র নয়। নিশ্চয় তুমি চোখ রাঙাইবে, তবে কি অবৈধ প্রণয় ? আমি বলিব, খুব শুদ্ধ তালবাসা। কিছুতেই তোমরা তাহ বিশ্বাস করিবে না, মুখ ভার করিয়া জিজ্ঞাসা করিবে, কত বয়স ? আমি কহিব, আলোব বয়স তেইশ, আর ছায়ার বয়স আঠার। এর পরেও যদি শুনিতে চাও, আরম্ভ করিতেছি । * বঙ্গতের ছোট করিা দাড়ি ছাট, চোখে চশমা, মাথায় ল্যাভেণ্ডারের গুৰু, 9t