পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিপ্রদাস কিন্তু তোমার স্বামী—তিনিও যে নিজের কানেই সমস্ত শুনে গেলেন, এ অপরাধের মার্জনা বোধ করি তার কাছেও নেই ? সতী হাসিল, কহিল, অপরাধ যদি সত্যিই হয়ে থাকে আমিই বা মার্জনা চাইৰ কেন ? সে বিচার আমি তার পরেই ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে আছি । যদি থাক, নিজের চোখেই দেখতে পাবে। কাক, তোমাকে আর কি এনে দেব বল ? সাহেব মুখ তুলিয়া কহিলেন, যথেষ্ট যথেষ্ট—আমার খাওয়া হয়ে গেছে মা, আর কিছুই চাইনে । এই বলিয়া উঠিয়া দাড়াইলেন। ক্রমশঃ স্টেশনে যাত্রা করিবার সময় হইয়া আসিল ; নীচে গাড়ি-বারান্দায় মোটর অপেক্ষা করিতেছে, বিছানা ব্যাগ প্রভৃতি আর একখানা গাড়িতে চালান হইয়াছে, সাহেব নিকটে দাড়াইয়া বিপ্রদাসের সহিত কথা কহিতেছেন, এমন সময়ে বন্দনা কাপড় পরিয়া প্রস্তুত হইয়া কাছে আসিয়া দাড়াইল । কহিল, বাবা, আমি তোমার সঙ্গে যাব । পিতা বিস্মিত হইলেন—এই রোদে স্টেশনে গিয়ে লাভ কি মা ? বন্দনা বলিল, শুধু স্টেশনে নয়, কলকাতায় যাব । যখন বোম্বায়ে যাবে, আমি তোমার সঙ্গে চলে যাব । বিপ্রদাস অত্যন্ত আশ্চৰ্য্য হইয়া কহিলেন, সে কি কথা ! তুমি দিনকয়েক থাকবে বলেই ত জানি । বন্দন উত্তরে শুধু কহিল, না । কিন্তু তোমার ত এখনো খাওয়া হয়নি ? না, দরকার নেই। কলকাতায় পৌঁছে খাব। তুমি চলে যাচ্ছ তোমার মেজদি শুনেচেন ? বন্দনা কহিল, ঠিক জানিনে, আমি চলে গেলেই শুনতে পাবেন। বিপ্রদাস বলিলেন, তুমি না খেয়ে অমন করে চলে গেলে সে ভারি কষ্ট পাবে। বন্দন মুখ তুলিয়া বলিল, কষ্ট কিসের? আমাকে ত তিনি নেমস্তন্ন করে আনেননি যে না খেয়ে চলে গেলে তার আয়োজন নষ্ট হবে । তিনি নিৰ্ব্বোধ নয়, বুঝবেন। এই বলিয়া সে আর কথা না বাড়াইয়া দ্রুতপদে গাড়িতে গিয়া বসিল । সাহেব মনে মনে বুঝিলেন কি একটা হইয়াছে। না হইলে হঠাৎ অকারণে কোন-কিছু করিয়া ফেলিবার মেয়ে সে নয়। শুধু বলিলেন, আমিও জানতাম ও দিনকয়েক সতীর কাছেই থাকবে । কিন্তু একবার যখন গাড়িতে গিয়ে উঠেচে তখন - আর নামবে না । २é s-سنامه