পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্দির মামা নিষেধ করিলেন—সে জঙ্গলে গিয়ে আর কি হবে ? এইখান থেকে লেখাপড়া কর, আমি তোমার চাকরি করে দেবো । শক্তিনাথ মাথা নাড়িয়া চুপ করিয়া রহিল। মামা কহিলেন, তবে যাও । বড়বে শক্তিনাথকে ডাকিয়া বলিলেন, ঠাকুরপো, কাল বুঝি বাড়ি যাবে ? শক্তিনাথ বলিল, ই যাব। — অপর্ণার জন্য মন কেমন করচে না কি ? শক্তিনাথ বলিল, ষ্ট। —সে তোমাকে খুব যত্ন করে, নয় ? শক্তিনাথ মাথা নাডিয়া কহিল, খুব যত্ন করে । বড়বে মুখ টিপিয়া হালিগেন ; তিনি অপর্ণার কথা পূর্বেই শক্তিনাথের নিকট শুনিয়া লইয়াছিলেন, বলিলেন, তবে ঠাকুরপো, এই দুটি জিনিস নিয়ে যাও ; তাকে দিয়ে, সে আরো ভালোবাসবে। বলিয়া তিনি একটা শিশির ছিপি খুলিয়া খানিকটা দেলখোস শক্তিনাথের গায়ে ছড়াইয়া দিলেন। গন্ধে শক্তিনাথ পুলকিত হইয়া শিশি দুইটি চাদরে বাধিয়া লইয়া পর দিন বাটী ফিরিয়া আসিল । సి শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে, পূজা শেষ হইয়াছে। চাদরে সেই শিশি দুইটি বাধা আছে - কিন্তু দিতে সাহস হইতেছে না ; এই কয়দিনে অপর্ণ তাহার নিকট হইতে এতই দূরে সরিয়া গিয়াছে। মুখ ফুটিয়া কিছুতে বলিতে পারিল না— তোমার জন্য সাধ করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি। স্বগদ্ধে তোমার দেবতা তৃপ্ত হন, তাই তুমিও হইবে । এই ভাবে সাত-আটদিন কাটিল ; মিত্য সে চাদরে বাধিয়া শিশি দুইটি লইয়া আসে, নিত্য ফিরাইয়া লইয়া যায়, আবার স্বত্ব করিয়া পরদিনের জন্য তুলিয়া রাখে। পুৰ্ব্বের মত একদিনও যদি অপর্ণ তাহাকে ভাকিয়া একটা কথাও জিজ্ঞাসা করিত, তাহা হইলেও হয়ত সে তাহাকে তাহা দিয়া ফেলিত, কিন্তু এ স্থযোগ আর কিছুতেই হইল না। আজ দুইদিন হইতে তাহার জর হইতেছে, তবু ভরে ভয়ে সে মন্দিরে পূজা করিতে আসে। কি একটা অজানা স্বৰোগ আশঙ্কায় সে পীড়ার কথাও বলিতে পারে না । অপর্ণ কিন্তু সংবাদ লইয়া জানিত যে, দুই দিন হইতে শক্তিনাথ কিছুই খায় নাই, অথচ পূজা করিতে আলিতেছে। " באסי