পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কানকাটা করিযে, কিন্তু সামান্ত ‘রেফ’টাকে তুচ্ছ করিয়া, দর্শনাভাব’টাও যে দশানাভাবে দাড়ায়, এমন কি, সাদৃশ্যের জোরে এবং 'র-ল-ড'য়ের সাহায্যে এশিয়া মাইনরের কানানাইটও কলিঙ্গের কানকাটায় ষোল আনা রূপান্তরিত হয়, এই তুচ্ছ কথাটাই আজ ঠাকুরমশায়কে সবিনয়ে নিবেদন করিবার বাসনা করিয়াছি। এখন কোন পাঠক যদি ধরিয়া বসে দশানাটা বুঝি, ষোল আনাটা কি ? তাহা এই । উক্ত প্রবন্ধে ঠাকুরমশায় শুরুতেই বলিতেছেন—“পাঠক শুনিয়া বিস্মিত হইবেন যে, এই কাননাইটদিগের সহিত [উড়িষ্যার] কানকাটার ঘনিষ্ঠ সম্বন্ধ আছে” (দশানা-ভাব )। পরেই বলিতেছেন—“কানানাইটরা ইম্রেল-প্রবাসী কানকাট ছাড়া আর কিছুই নয়” ( ষোল আন ভাব ) । পাঠকেরা যে রীতিমত বিশ্মিত হইবে, তাহা তিনি ঠিক ধরিয়াছেন। এমন কি, চন্দ্রগ্রহণের রাত্রের অপেক্ষাও। যাহা হোক, এই ষোল আনার স্বপক্ষে ঠাকুরমশায় বলিতেছেন—“ইহাদিগের উভয়ের দেবতা, উভয়ের আচার-প্রথার মধ্যে আশ্চৰ্য্য সাদৃশ্য। উভয় জাতির আচার-প্রথা, উহাদিগের দেবদেবী ইত্যাদি সকল বিষয় আলোচনা করিলে স্পষ্ট বুঝা যায় যে, কানানাইট ও কানকাটা উহারা উভয়ে একজাতীয় জীব । *প্রথমে উহাদের দেবতা ও নরবলিদান-প্রথা বিষয়ে যে কিরূপ ঐক্য, তাহাই দেখাইতেছি । ভারতের কানকাটা বা কন্ধকাটারা যদিও নানা দেবদেবীর উপাসনা করে বটে, কিন্তু তাহাদের সর্বপ্রধান দেবতা—ভূমির উর্বরা শক্তির দেবতা বা ভূ-দেবী “তারী বা তাড়ী’ । ভূমির উর্বরাশক্তি এই দেবীর উপরেই নির্ভর করে বলিয়াই তাহাদের বিশ্বাস । এই দেবীর পস্তোষের জন্যই বিশেষ কৰ্ম্মে তাহারা নরবলি বা শিশুবলি দিতে প্রবৃত্ত হয়।” এই উভয় জাতির দেবতা যে একই দেবতা, তাহা দেখাইবার জন্য ঋতেন্দ্রবাবু বলিয়াছেন, “কানানাইটদিগেরও প্রধান দেবতা উর্বর শক্তির দেবী । Their chief deity Astarte, the goddess of fertility.” “oform of stor ol of (Tari ) e Fratafsɛft:fy që Ishtar (àrz ) qi Astarte ( sifisië) উহার একই শব্দের বিভিন্নরূপ মাত্র, কেবল দেশভেদ উচ্চারণভেদ ঘটিয়া সামান্ত বৈলক্ষশ্য উৎপাদন করিয়াছে। যেমন সংস্কৃত 'তার' বা তারকা' শব্দে পূর্বের 's' যুক্ত হইয়া star হইতে দেখা যায়, সেইরূপ এই তারা’ শবের পূৰ্ব্বে 's' বা as যুক্ত হইয়া ishtar বা Astarte-রূপে পরিণত হইয়াছে। উচ্চারণকালে 'ট’য়ে ড'য়ে বিশেষ প্রভেদ নাই।’ ইত্যাদি, ইত্যাদি যেহেতু 'র-ল-ড লয়োরভেদঃ ' প্রথমে এই দেীটির আলোচনা প্রয়োজন । ঐক্য যাহা থাকিবার তাহা ত উনিই একরকম দেখাইয়াছেন, অনৈক্য কোথায়, তাহাই বলা আবশ্যক । ঋতেন্ত্রবাবু যেই দেখিতে পাইলেন উর্বর শক্তি অমনি দুইটাকে এক করিয়া ফেলিলেন । কিন্তু উর্বরা শক্তি মানে কি জমির উৰ্ব্বর শক্তি ? নারীর সন্তান