পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কানকাটা হইয়াছিল।” হয় নাই এ-কথা কেহ বলে না। রাজা সলোমন অনেকগুলি লড়াই করিবার রথ প্রস্তুত করাইয়াছিলেন । ঋতেন্দ্রবাবু বলিয়াছেন, কলিঙ্গসস্তানেরা সেগুলি গড়িয়া দিয়াছিল। তাহা হইতে পারে এবং না হইতেও পারে। হইতে পারে এইজন্য যে, ঠাকুরুমহাশয়ের নিশ্চিত বিশ্বাস হইয়াছে যে, ফিনীসিয়র উড়ে-দেশের লোক । উড়ে-দেশে জগন্নাথের রথ আছে, সুতরাং তাহারাই সলোমনের রথ তৈরী করিয়াছিল । আমার বিশ্বাস হয় না এইজন্য যে, একে ত ফিনীসিয়র উড়ে নয়, তা ছাড়া রথ গড়িবার লোক আরও আছে। সলোমনের সময়ে, অর্থাৎ যীশুখৃষ্ট্রের হাজার বৎসর পূৰ্ব্বে কলিঙ্গে রথের ধুমধাম কিরূপ ছিল এবং তাহারা কিরূপ রথ তৈরী করিতে পারিত, আমার তাহা জানা নাই। দ্বিতীয় কারণ, রাজা সলোমনের প্রতিবাদী মিশরীয়েরা বহু পূৰ্ব্ব হইতে সুন্দর মজবুত রথ করিবার জন্য বিখ্যাত ছিল । তাহাদিগের রথাদি কিরূপে তৈরী হইত, তাহ দ্বিবিধ কি ত্রিবিধ, কি কাঠের চাকা ওৈরী হইত, সারথির কি কি জায়গীর প্রাপ্ত হইত, রথ-চালানো তাহাদিগকে জিমন্যাষ্টিকের মত কিরূপে রীতিমত অভ্যাস করিতে হইত, ইত্যাদি অনেক কথা বাল্যকালে মিশরের ইতিহাসে পড়িয়াছি। তাহা মনে নাই। মনে রাখিবার আবশ্বকও তখন দেখি নাই । কিন্তু এটা মনে আছে যে, প্রাচীন মিশরীয়ের চমৎকার রথ গড়িতে পারিত। এবং ইহাও মনে হইতেছে, কিছুদিন *LK Struggle of the Nations *STT3 দ্বিতীয় কি তৃতীয় অধ্যায়ে দেখিয়াছি, একজন আসরিয় রাজা ফারাওর ( মিশরের রাজ ) .নিকট পরাজিত হইয়া এই বলিয়া দুখ করিয়াছিল, "যদি উহাদের মত লড়াই করিবার রথ থাকিত, তাহা হইলে এ দুর্দশ ঘটিত না ।” ফল কথা, তখনকার লোকে রথের উপকারিতা বুঝিত এবং সলোমনের মত বুদ্ধিমান ও ভুবনবিখ্যাত নরপতিও তাহা বুঝিয়াছিলেন এবং সেইজন্যেই অত রথ তৈরী করাইয়াছিলেন । কিন্তু কথা এই, কে গড়িয়াছিল ? উড়িষ্যাবাসীরা কিংবা মিশরবাসীরা ? বাইবেল গ্রন্থে লেখা আছে, রাজা সলোমন মিশরের রাজকন্যাকে বিবাহ করিয়াছিলেন এবং মিশরের সহিত আত্মীয়তা সুত্রে আবদ্ধ হইয়াছিলেন “(I Kings 3, 1 and Solomon made affinity with Pharaoh king of Egypt and took Pharoh’s daughter &c)” এমন অবস্থায় কেমন করিয়া নিঃসংশয়ে স্থির করা যাইতে পারে, রথগুলি কুটুম্ব এবং প্রতিবাসী মিশরীরেরা গড়িয়া দেয় নাই, দিয়াছিল কলিঙ্গবাসীর জ্ঞাতি কানানাইটরা । অতঃপর ঋতেন্দ্রবাবু প্রমাণ দিতেছেন, "রাজা সলোমন-প্রতিষ্ঠিত নগরের নাম তাড়মর'—এটি সংস্কৃতমূলক কলিঙ্গ নাম। অর্থাৎ ‘তাল’ বা তাড় একই কথা ।” তা হইতে পারে। কেন না, র-ল-ডয়ের জোরে ইতিপূৰ্ব্বে জাশের তাড়ী হইয়াছে। এখন তাল’কে তাড়া করিতে আপত্তি কারণে লোকে আমাকেই নিম্ব কৱিবে । কিন্তু জিজ্ঞাসা করি, ঐ শব্দটা কি কলিজ & ዩጋፃፅ