পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भवंद्भ९-नॉश्छिj-ज९७थंइ ছাড়া জায় কোন উপায়েই ইত্রেলী ভাষায় ঢুকিতে পারে না ? তা ছাড়া, তাল’টা मी रुग्र ‘उiफ़' रुहेश, किरू ‘भद्र' कि ? माझे हल्लेक, ७हे ‘उोफ़भइ' नषष्क श्रांघांद्र কিছুই জানা নাই, স্বতরাং এ বিচার ভাষাবিদেরা করিবেন-আমি চুপ করিয়া রছিলাম। কিন্তু, পরিশেষে আমার একটু বক্তব্যও আছে। সেটা এই যে, “কানকাটা বলে, আমি তালগাছে থাকি, যে ছেলেট কাদে তার কাধটি ধরে নাচি” ছড়া-কবির গানটির উপর নির্ভর করিয়া ঋতেন্ত্রবাবু টানিয়া-বুনিয়া যে-সব ঐক্য সংগ্রহ করিয়া বাইবেলের কানানাইটকে উড়িষ্যার কানকাট বানাইয়াছেন, তাহার অনৈক্যও আছে। সেইগুলিকে অস্বীকার করা উচিত হয় নাই। হইতে পারে র্তাহার কথাই ঠিক, আমার ভুল, কিন্তু মিল-অমিল যখন দু-ই আছে, তখন উভয়কেই চোখের স্বমুখে রাখিয়াই তাহার বৈজ্ঞানিক সত্যে উপনীত হওয়া উচিত ছিল। আমি এতক্ষণ এই কথাটাই বলিবার প্রয়াস পাইয়াছি মাত্র, আর কিছুই নয়। তবে বাংলা ভাষায় আমার কিছুমাত্র দখল নাই, তাই হয়ত কথাগুলাও গুছাইয়া বলিতে পারি নাই এবং ঠাকুরমশায়ের কাছে তেমন শ্রুতিমধুর ও সুখপাঠ্য করিয়াও তুলিতে পারি নাই। তথাপি আশা করিতেছি, এই কিঞ্চিৎকর প্রতিবাদ যদি তাহার দৃষ্টি আকর্ষণ করে ত তিনি নিজগুণে এ-কটি মার্জন করিয়া লইয়া পড়িবেন, এবং ভবিষ্কাতে আর কখন এমন ত্রুটি না করিতে হয়, সে ব্যবস্থাও দয়া করিয়া করিবেন। --শ্ৰীমতি আনিলা দেবী (যমুনা, আষাঢ় ১৩২• ) , ♥ፃቁ