পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ তুলছে। কেহ কিছু বললে তারা জিদের বশে বলে—‘খুব করব, লিখব, বলব।’ কিন্তু সেটা ঠিক নয় । এ-র কম সভা-সমিতি করে যদি তাদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করা হয়, তা হলে তা থেকে ভাল ফল পাওয়া যেতে পারে ।” [ শরংবাবু কথাপ্রসঙ্গে এই কথাটি খুব জোর দিয়াই বলেন ] আমি মানুষকে খুব বড় বলেই মনে করি। তাকে ছোট করে "আমি মনে করতে পারি না |*

  • এই আলাপ-সভার অঙ্কুলিখিত বিবরণ ১৩৩৭ সালের কাৰ্ত্তিক সংখ্যা প্রবর্তকে মুদ্রিত হয়। যে-সকল স্থানে অনৈক্য, অস্পষ্টতা বা অসঙ্গতি-দোষ আছে বলিয়া মনে হইয়াছে, সেই সকল স্থলে সংশয়-চিহ্ন দেওয়া আছে ।

Swobr