পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-পত্রিচক্স বিপ্রদাস প্রথম প্রকাশ : ১৩৩৬ হইতে ১৩৩৮ সাল পর্যস্ত বেণু পত্রিকায় সর্বপ্রথম ‘বিপ্রদাস’-এর দশম পরিচ্ছেদ পর্য্যস্ত প্রকাশিত হয় । তৎপরে উহা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয় বিচিত্রায় । ‘বিচিত্রা’র প্রকাশকালে ১৩৩৯ সালের ফাল্গুন-চৈত্র, ১৩৪০ সালের বৈশাখ-আষাঢ় ও আশ্বিন—ফাল্গুন এবং ১৩৪১ সালের বৈশাখ, শ্রাবণ—ভাদ্র, কাতিক—মাঘ । পুস্তকাকারে প্রথম প্রকাশ : ১৩৪১ সালের মাঘ মাস (১লা ফেব্রুয়ারী, ১৯৩৫) রম (নাটক) . পুস্তকাকারে প্রথম প্রকাশ : শ্রাবণ, ১৩৩৫ ( ৪ঠা আগস্ট, ১৯২৮)। ইহা “পল্লী-সমাজ” উপন্যাসের নাট্যরূপ । ১৩৩৫ সালের ১৯শে শ্রাবণ, শনিবার, আর্ট থিয়েটার কর্তৃক স্টার রঙ্গমঞ্চে সর্বপ্রথম অভিনীত হয় । 临 রামের সুমতি প্রথম প্রকাশ : ১৩১৯ সালের ফাল্গুন-চৈত্র সংখা যমুনা’ পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয় । পুস্তকাকারে প্রথম প্রকাশ : বিন্দুর ছেলে ও পথ-নির্দেশ গল্প দুইটির সহিত একত্রে ইহা সর্বপ্রথম পুস্তকাকারে প্রকাশিত হয় ১৩২১ সালের প্রাবণ মাসে (৩রা জুলাই, ১৯২৪ ) । আলো ও ছায়। প্রথম প্রকাশ : ১৩২১ সালের আষাঢ় ও ভাত্র সংখ্যা যমুনা" পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয় । পুস্তকাকারে প্রথম প্রকাশ : কাশীনাথ' এম্বের অন্তভূক্ত হইয়া পুস্তকাকারে ইহার প্রথম প্রকাশ হয় ১৩২৪ সালের ভাদ্র মাসে ( ১লা সেপ্টেম্বর, | ( רצה ל ♥ ♥ው