পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বন্দনা কহিল, এতে বিপদ কিসের জন্যে ? দ্বিজদাস বলিল, তবে অবধানপূর্বক শ্রবণ কর। দয়াময়ীর দুই পুত্র-জ্যেষ্ঠ ও কনিষ্ঠ। জ্যেষ্ঠের প্রতি যেমন অগাধ আশা ও ভরসা, কনিষ্ঠের প্রতি তেমনি অপরিসীম সন্দেহ ও ভয়। তাহার ধারণ অপদার্থতায় পৃথিবীতে কনিষ্ঠের সমকক্ষ কেউ নেই। কিন্তু মা ত ! গর্ভে ধারণ করে সস্তানকে সহজে জলাঞ্জলি দিতে পারেন না, অতএব মনে মনে সদগতির উপায় নিৰ্দ্ধারণ করলেন—তোমার স্কন্ধে, তাকে স্বপ্রতিষ্ঠিত করে দিয়ে সংসার-মরুভূমি নিৰ্ভয়ে উত্তীর্ণ করে দেবেন। কিন্তু বিধাতা বিরূপ, অকস্মাৎ কাল সন্ধ্যায় আবিষ্কৃত হল বন্দনার স্কন্ধদেশে স্থান নাই, ছোট সে তরী--অর্থাৎ কি-ন! দয়াময়ীয় সকল সঙ্কল্প, সকল স্বপ্নজাল ধ্বস্ত-বিধ্বস্ত করে কে এক সুধীরচন্দ্র তথায় পূৰ্ব্বাস্তুেই সমারূঢ়, তাকে নাড়ায় সাধ্য কার! এই বলিয়া সে আর এক দফা উচ্চহাস্তে ঘর ভরিয়া দিল । বন্দনা কয়েক মুহূৰ্ত্ত নীরবে তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল, এ-রকম বিকট হাসির কারণটা আপনার কি ? মা অপদস্থ হয়েচেন তাই, না আপনি নিজে অব্যাহতি পেলেন তারই আনন্দোচ্ছ্বাস ? কোনটা ? দ্বিজদাস স্মিতমুখে বলিল, যদিচ এর কোনটাই নয়, তথাপি কবুল করতে বাধা নেই যে অকস্মাৎ পদস্থলনে মী-জননীর এই ধরাশায়িনী মূৰ্ত্তিতে দর্শক হিসাবে আমি কিঞ্চিৎ অনাবিল আনন্দ-রস উপভোগ করেচি। তবে, ক্ষত র্তার বিশেষ হবে না যদি এর থেকে তিনি অন্ততঃ এটুকু শিক্ষা লাভ করে থাকেন যে, সংসারে বুদ্ধি পদার্থটা র্তারই নিজস্ব নয়, ওতে অপরেরও দাবী থাকতে পারে । কারণ, আমাকে না হোক দাদাকেও মা যদি তার ধড়যন্ত্রের আভাস দিতেন, আর কিছু না ঘটুক, এ কৰ্ম্মভোগ থেকে তাকে নিষ্কৃতি দিতে পারা যেত। দাদা এবং আমি উভয়েই জানতুম তুমি অন্যের বাকৃদত্ত বন্ধু, পরস্পর প্রণয়-স্থলে আবদ্ধ, অতএব এ অবস্থার অন্যথা ঘটা সম্ভবপরও নয়, বাঞ্ছনীয়ও নয় । বন্দন জিজ্ঞাসা করিল, আপনার কার কাছে কবে শুনলেন ? দ্বিজদাস বলিল, তোমার বাবার কাছে। এখানে আমাদের আসার দিনই রায়সাহেব তোমাদের ভালবাসা বাকূদান ও আশু বিবাহের মনোজ্ঞ আলোচনায় আমাদের দুভায়ের দুজোড়া কানেই মুধাবর্ষণ করেছিলেন । না, না, রাগ করো না বন্দনা, সাধাসিধে নিরীহ মানুষ, চিত্তের প্রফুল্লতায় সুসংবাদ আত্মীয়-স্বজনের কাছে চেপে রাখবার প্রয়োজনই মনে করেননি । বন্দনা কিছুক্ষণ মৌন থাকিয়া প্রশ্ন করিল, এই জন্তেই কি মুখুয্যেমশাই মৈত্রেয়ীকে দেখতে আমাদের পাঠিয়েছিলেন ? দ্বিজদাস বলিল, সে ঠিক জানিনে। কারণ, দাদার সমস্ত মনের কথা দেবতারও 4 s