পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস নিয়ে গেলুম, কিন্তু যেমন কাঠ বমি তেমনি পেটের যন্ত্রণা—মনে হ’লে রাত বুঝি আর পোহাবে না, কখন নিশ্বাসটুকু বা বন্ধ হয়ে যায়। ডাক্তারদের খবর দেওয়া হ’লো, র্তারা সব এসে পড়লেন, ফুড়ে ওষুধ দিলেন, গরম জলের তাপ সেক চলতে লাগলে— চাকররা সব জেগে বসে—তোরবেলায় দ্বিজু ঘুমিয়ে পড়লে। ডাক্তাররা বললে আর ভয় নেই। কিন্তু কিভাবে যে রাতটা কেটেচে দিদিমণি, ভাবলে মনে হয় বুঝি দুঃস্বপ্ন দেখেচি–ওসব কিছুই হয়নি! এই বলিয়া অন্নদা আবার আঁচলে চোখ মুছিয়া ফেলিল । বন্দন আস্তে আস্তে বলিল, আমি কিছুই জানতে পারিনি, আমাকে তুললে না কেন অন্নদা ? অন্নদা কহিল, সকালে ঐ একটা অশান্তি গেলে, আর তোমাকে ব্যস্ত করলুম না দিদিমণি । নইলে দ্বিজু বলেছিল। বন্দন। এ প্রসঙ্গ ছাড়িয়া দিল, কহিল, দ্বিজুবাবু এখন কেমন আছেন ? অন্নদা কহিল, ভালো আছে, ঘুমুক্ষে। ডাক্তাররা বলে গেছেন হয়ত সন্ধ্যার আগে আর ঘুম ভাঙবে না। বড়বাৰু এসে পড়লে বাচি দিদি। র্তাকে কি খবর দেওয়া হয়েচে ? না। দত্তমশাই বললেন তার আবশ্বক নেই, তিনি আপনিই আসবেন। ও ঘরে লোক আছে ত ? ই দিদিমণি, দু’জন বসে আছে। ডাক্তার আবার কখন আসবেন । সন্ধ্যার আগেই আসবেন । বলে গেছেন আর ভয় নেই। চিকিৎসকেরা অভয় দিয়ে গেছেন বন্দনার এইটুকু সাত্বনা । এছাড়া তাহার কি-ই বা করিবার আছে । বন্দনা গিয়া পিতাকে দ্বিজদাসের পীড়ার সংবাদ দিল, কিন্তু বেশি বলিল না ! তিনি সেইটুকু শুনিয়াই বাস্ত হইয়া উঠিলেন—কৈ আমি ত কিছুই জানতে পারিনি । না, আমাদের ঘুম ভাঙানো কেউ উচিত মনে করেনি । কিন্তু সেটা ত ভালো হয়নি ! বদন চুপ করিয়া রহিল, তিনি ক্ষণেক পরে বললেন, টিকিট কিনতে পাঠান হয়েচে, গাড়ি রিজার্ড হয়ে গেছে, আমাদের যাওয়ায় ত দেখচি একটু বিঘ্ন श्वप्नेळ । বন্দন বলিল, কেন বিঘ্ন হবে বাবা, আমরা থেকেই বা তাদের কি উপকার করবো.? ፄ ዳ