পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস হয়ে গেছে । আমি খাতকও নয়, তার জমিদারীর আমলা ও নই। আমাকে অনুরোধ করতে হয় নিজে এসে । মেজদি ভাল আছেন ? ईं अतििष्ट्रन । আর সকলে ? অন্নদশ বলিল, খবর এসেচে ছেলের অস্বথ । কার অস্থখ—বাক্ষর ? কি হয়েছে তার ? সে আমি ঠিক জানিনে দিদি । বন্দনা চিস্তিত-মুখে বলিল, ছেলের অমুখ তবু নিজে না গিয়ে মুখুয্যেমশাই এখানে বসে আছেন যে বড়ো ? মামলা-মকদ্দমা আর টাকা-কড়ির টানটাই কি হ’লে তার বেশী অনুদি ? একটা হিতাহিত বোধ থাকা উচিত । অন্নদা বলিল, টাকার টান নয় দিদি, আজ ছুদিন থেকে তিনি নিজেও শয্যাগত । ছেলের অমুখে সেখানে তারা বিব্রত, খবর দেওয়াও যায় না, অথচ এখানে দত্তমশাই পৰ্য্যস্ত নেই—তিনি গেছেন ঢাকায়, এক আমি মুথু মেয়েমানুষ কিছুই বুঝিনে, ভয় হয় পাছে শক্ত হয়ে ওঠে । বিপিনের কখনো কিছু হয় না বলেই ভাবনা। বিয়েটা চুকে গেলে একবার পারবে না যেতে দিদি ? শঙ্কায় বন্দনার মুখ বিবর্ণ হইয়া উঠিল—ডাক্তার এসেচেন ? কি বলেন তিমি ? বললেন, ভয় নেই, কিন্তু সেই সঙ্গে অন্ত ডাক্তার ডাকতেও বলে গেলেন । অন্নদার চোখ জলে ভরিয়া গেল, বন্দনার হাত চাপিয়া ধরিয়া কহিল, এ দু’টো দিন যেমন করে হোক কাটাবো, কিন্তু বিয়ে চুকে গেলেও যাবে না? আমাদের ওপর রাগ করেই থাকবে ? তোমাদের কোথায় কি ঘটেছে আমার জানবার কথা নয়, জানিওনে, কিন্তু এ জানি আর যে-ই দোষ করে থাকু বিপিন কখনো করেনি। তাকে না জানলে হয়ত ভুল হয়, কিন্তু জানলে এ ভুল হবে না দিদি । বন্দন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া উঠিয়া দাড়াইল, বলিল, চলে আমি যাচ্ছি। এখুনি যাবে ? হ্যা, এখুনি বই কি । বাড়িতে বলে যাবে না ? এরা ভাববেন যে। বলতে গেলে দেরি হবে অমুদি, তুমি এসো। এই বলিয়া সে উত্তরের অপেক্ষ না BBB BBB BB BBBS BBBBB BBB BB BB BB BBS BBBB জানাইতে সে মেজদির বাড়িতে চলিল, সেখানে বিপ্রদাসবাবুর অমুখ! বন্দন আসিয়া যখন বিপ্রদাসের ঘরে প্রবেশ করল তখন বেল। গেছে, কিন্তু আলো জালার সময় হয় নাই। বিপ্রদাস বালিশগুলা জড়ো করিয়া দেওয়ালে হেলান 钟赢 ۹ دساسی