শরৎ-সাহিত্য-সংগ্ৰহ
আমি প্রাণাস্তে তোমাকে ব্রহ্ম ঘরে বিবাহ করে ব্রাহ্মের দল-পুষ্টি করতে দেব না। কেদার মুখুয্যের মেয়েকে বিবাহ করবে বলে কি কথা দিয়েচ ?
না, কথা যাকে বলে, তা এখনও দিইনি।
দাওনি ত! বেশ! তবে চুপ করে বসে থাক গে ; আমি এই মাসের মধ্যেই তোমার বিবাহ দিয়ে দেব |
আমি বিবাহের জন্য পাগল হয়ে উঠেচি তোমায় কে বললে ? তুমিও চুপ করে বসে থাক গে, আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব ।
কেন অসম্ভব ? কি করেছ ? এই স্ত্রীলোকটাকে ভালবেসেচ ?
আশ্চৰ্য্য নয় । কিন্তু এই ভদ্রমহিলার সঙ্গন্ধে সম্বমের সঙ্গে কথা বল সুরেশ ।
সন্ত্রমের সঙ্গে কথা বলতে আমি জানি, আমাকে শেখাতে হবে না। আমি সেই সম্রাস্ত মহিলাটির বয়স কত জিজ্ঞাসা করতে পারি কি ?
জানি না ।
জান না ? কুড়ি, পচিশ, ত্রিশ, চল্লিশ কিংবা আরও বেশী—কিছুই জান না ?
নী |
তোমার চেয়ে ছোট না এড়--তfও বোধ করি জান না ?
नी !
যখন তোমাকে ফাঁদে ফেলেচেন, তখন নিতান্ত কচি হবেন না--অম্লমান করা বোধ করি অসঙ্গত নয় । কি বল ?
না । তোমার পক্ষে কিছুই অসঙ্গত নয় ; কিন্তু আমার এখন একটু কাজ আছে স্বরেশ, একবার বাইরে যেতে চাই ।
স্বরেশ কহিল, বেশ ত মহিম, আমারও এখন কিছু কাজ নেই, চল, তোমার সঙ্গে ঘুরে আসি ।
দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল । কিছুক্ষণ চুপ করিয়া চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল, তোমাকে আজ যে ইচ্ছে করেই ব্যথা দিলাম, এ কথা বোধ করি বুঝিয়ে বলবার প্রয়োজন নেই ?
মহিম কহিল, না ।
সুরেশ তেমনি মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, কেন দিলাম মহিম ?
মহিম হাসিল । কহিল ; পূর্বেরটা যদি না বুঝালেও বুঝে থাকি, আশা করি, এটাও তোমাকে বুঝাতে হবে না ।
তাহার একটা হাত স্কুরেশের হাতের মধ্যে ধরা ছিল । মুরেশ আর্দ্রচিত্তে তাহাতে ঈষৎ একটু চাপ দিয়া বলিল, নামহিম, তোমাকে বুঝাতে চাই না । সংসারে সবাই ভুল বুঝতে পারে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না। তবুও আজ আমি তোমার
পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৪
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
