পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ধৃত্যুর কথাটাই মনে করিয়া কছিল, তার মানে যিনি অন্তৰ্বামী তিনি জানেন, মানুষ শত দুঃখেও নিজের মৃত্যু চায় না। মৃণালের মুখের উপর একটা গোপন বেদনার চিহ্ন প্রকাশ পাইল। মাখা নাড়িয়া কহিল, না সেজদি, তা নয়। এমন সময় সত্যিই আসে যখন মানুষে যথার্থই মরণ-কামনা করে। সেদিন অনেক রাত্রে হঠাৎ তন্ত্রা ভেঙে যেতে শাশুড়ীঠাকুরুশকে বিছানায় পেলুম না। তাড়াতাড়ি বাইরে এসে দেখি, ঠাকুর-স্বরের দরজাটা একটু খোলা। চুপি চুপি পাশে এসে দাঁড়ালুম। দেখি, তিনি গলায় কাপড় দিয়ে ঠাকুরের কাছে করজোড়ে মৃত্যু ভিক্ষে চাইচেন। বলচেন, ঠাকুর! যদি একটা দিনও কায়মনে তোমার সেবা করে থাকি ত আজ আমার লজ্জা নিবারণ কর। আমি মুক্তি চাইনে, স্বৰ্গ চ ইনে, শুধু এই চাই ঠাকুর ; তুমি আর আমাকে লজ্জা দিও না—আমি এ মুখ আমার বৌমার কাছে বার করতে পারচিনে। বলিতে বলিতেই মৃণাল বর বাবু করিয়া কাদিতে লাগিল। এই প্রার্থনার মধ্যে মাতৃ হৃদয়ের কত বড় স্বগভীর বেদন যে নিহিত ছিল, তাহা কাহারও অনুভব করিতে বিলম্ব হইল না । মুরেশের দুই চক্ষু অশ্রপুর্ণ হইয়া উঠিল। কাহারও সামান্য দুঃখেই সে কাতর হইয়া পড়িত। আজ এই সন্তানহারা বৃদ্ধা জননীর মর্মান্তিক দুঃখের কাহিনীতে তাহার বুকের মধ্যে ঝড় বহিতে লাগিল। সে খানিকক্ষণ স্তব্ধভাবে মাটির দিকে চাহিয়া মুখ তুলিয়া অকস্মাৎ উচ্ছ্বলিত-কণ্ঠে বলিয়া উঠিল, আচ্ছ, যাও দিদি, তোমার বুড়ো শাশুড়ীর সেবা করে কৰ্ত্তব্য কর গে, আমি আর তোমাকে আটকে রাখব না। এই হতভাগ্য দেশের আজও যদি কিছু গৌরব করবার থাকে ত সে তোমার মত মেয়েমানুষ । এমন জিনিসটি বোধ করি আর কোন দেশ দেখাতে পারে না। বলিয়া সে জিজ্ঞাস্ক-মুখে একবার অচলার প্রতি চাহিল। কিন্তু সে জানালার বাহিরে একখও ধুসর মেঘের প্রতি দৃষ্ট নিবন্ধ করিয়া নিঃশব্দে বসিয়াছিল বলিয়। তাহার কাছ হইতে কোন সাড়া আসিল না। কিন্তু মৃণাল লজ্জা পাইয়া নিজের দিক হইতে আলোচনাটাকে অন্য পথে সরাইবার জন্ত তাড়াতাড়ি জোর করিয়া একটু হাসিয়া বলিল, না, নেই বৈ কি ! আপনি সব দেশের খবর জানেন কি-না ! আচ্ছা, সেজদার চেয়ে আপনি বড় না ছোট ? এই অদ্ভূত প্রশ্নে স্বরেশ সহস্তে কহিল, কেন বলুন ত? মৃণাল বাধা দিয়া বলিল, না, আমাকে আর আপনি নয়। আমি দিদি হলেও যখন বয়সে ছোট, তখন—মেজদা ? না ? বলুন, বলুন, শীগগির বলুন, কি ? অচলা আকাশ হইতে দৃষ্ট অপসারিত করিয়া এবার তাহার দিকে চাহিল। অনেকদিন পূৰ্ব্বে যেদিন এই মেয়েটি এমনি ক্রত, এমনি অবলীলাক্রমে তাহার সহিত ८नवरि नषक *tठरेव शरैवांश्गि, ८ग फ्रैं। उशंद्र बtन *क्लिग । क्ङि वृनाrनद्र Yet