পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রামবাৰু হাসিয়া কহিলেন, রাক্ষুদী বেটী তামাসা করবার একটা হযোগ পেলে ত আর ছাড়বে না। পিসীমা হলেন আমার বিধবা ছোট ভগিনী আর রাজপুত্র-বধু হলেন তার মেয়ে,—ভাড়ারপুরের ভবানী চৌধুরীর স্ত্রী—তা সে যাই বলুক, রাজা-রাজড়ার ঘরই সে বটে। রাজপুত্ৰ হ’লো তার বছর-দশেকের ছেলে—আর শেষ ব্যক্তিটি যে কি, তা ত চোখে না দেখলে বলতে পারিনে, মা । হবেন কোন বেশি মাইনের চাকর-বাকর। বড়লোকের ছেলের সঙ্গে ঘুরে বেড়ান, এটা-ওটা-সেটা প্রকাশ্বে অপ্রকাশ্বে যুগিয়ে দিয়ে নাবালক-সাবালক উভয় পক্ষের মন রাখেন—এমনি কিছু একটা হবেন বোধ করি । কিন্তু সেজন্যে ত ভাবচিনে স্বরম, আমুন, থান-দান, পশ্চিমের জল হাওয়ায় গলাজাল, বুকজালা, দুদিন স্থগিত হয় ত খুব খুশীই হবো । কিন্তু চিন্তা এই যে, বাড়িটি ত আমার ছোট ; রাজা-রাজড়ার কথা ভেবে তৈরী ও করিনি, ঘর-দোরের বন্দোবস্তও তার উপযোগী নয়। সঙ্গে দাস-দাসীও আসবে হয়ত প্রয়োজনের তিনগুণ বেশি । আমি তাই মনে করচি, তোমার বাড়িটাকে যদি— - অচলা বাগ্র হইয়া বলিল, কিন্তু তার ত আর সময় নেই জ্যাঠামশাই, তা ছাড়া একলা অত দূরে থাকা কি তাদের স্ববিধে হবে। রামবাবু কহিলেন, সময় আছে, যদি এখন থেকেই লাগা যায়। আর জায়গা প্রস্তুত থাকলে কোথায় কার স্থবিধে হবে, সে মীমাংসা সহজেই হতে পারবে । স্বরেশবাবু ত শোনা-মাত্রই টম টম ভাড়া করে চলে গেছেন—তোমার গাড়িও তৈরী হয়ে এলো বলে ; তুমি নিজে যদি একটু শীঘ্র প্রস্তুত হয়ে নিতে পারে ম, আমিও তা হলে সে ফুরসতে জুতো জোড়াটা বদলে একখানা উড় নি কাধে ফেলে নিই। তোমার ঘর-সংসারের বিলি-ব্যবস্থা ত সত্যি সত্যি আমরা পেরে উঠবো না । অচলা ক্ষণকাল মৌন থাকিয়া উঠিয়া দাড়াইল ; কহিল, আচ্ছা আমি কাপড়টা বদলে নিচ্ছি, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল । রামবাবুর প্রস্তাব অসঙ্গতও নয়, অস্পষ্টও নয়। আত্মীয় রাজকুমার ও রাজমাতার স্থান-সন্ধুলান করিতে এ আশ্রয় ত্যাগ করিয়া যে এবার তাহাকে স্থানান্তরে যাইতে হইবে, এ-কথা অচলা সহজেই বুঝিল, কিন্তু বুঝা সহজ হইলেই কিছু তাহার ভার লঘু হইয় ওঠে না । মনের মধ্যে সেটা যতদূর গেল, ততদূর গুরুভার টিম রোলারের স্থায় যেন পিষিয়া দিয়া গেল । এতদিনের মধ্যে একটা দিনের জন্যও কেহ তাহাকে বাটীর বাহির করিতে সম্মত করিতে পারেন নাই । মিনিট-পনেরো পরে আজ প্রথম যখন সে নিজের অভাণ্ড সাঙ্গে প্রস্তু ত হইরা শুধু এই জন্যই নামির আসিল, তখন চারিদিকের সমস্তই অহার శిeఫి