পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृंश्मेोई श्रेंबांटह, उर्थनि उांशzक छहे श८ङ dलित्वा निद्रा नtखरब, गणté हैशहै वणेिब्राहिं, না, কদাচ না ! মেয়ে হইয়া এত বড় অপরাধ যে করিতে পারিল, বাপ হইয়া এত বড় দান তাহাকে কোনমতেই দিতে পারি না । কিন্তু ওরে অন্ধ, ওরে মূঢ়, ওরে কৃপণ, পিতা হইয়া তুই যাহা দিতে পারিস না, অপরে তাহ দিবে কি করিয়া ? আর সে তোর কতটুকু বা লইয়া যাইবে ? তোর ক্ষমার সবটুকু ষে তোর জাপন ঘরেই ফিরিয়া আসিবে। তোর মৃণাল মায়ের এই তত্ত্বটাকে একবার ছ'চক্ষু মেলিয়া দেখ । বলিয়া তিনি ঠিক যেন কিছু একটা দেখিবার জন্যই ছ'চক্ষু বিক্ষরিত করিয়া মেঘলা আকাশের পানে চাহিয়া মনে মনে প্রাণপণ বলে কহিতে লাগিলেন, আমি ক্ষমা করিলাম, আমি ক্ষমা করিলাম ! স্বরেশ, তোমাকে আমি ক্ষমা করিলাম। অচলা, তোমাকেও ক্ষমা করিলাম ! পশু-পক্ষী কীট-পতঙ্গ যে কেহ যেখানে আছে, আমি সকলকে ক্ষমা করিলাম । আজ হইতে কাহারো বিরুদ্ধে আমার কোন অভিমান, কোন নালিশ নাই, আজ আমি মুক্ত, আজ আমি স্বাধীন, আজ আমি পরমানন্দময় ! বলিতে বলিতেই অনিৰ্ব্বচনীয় করুণায় তাহার ছ'চক্ষু মুদিয়া আসিল, এবং হাতত্ত্বটি একত্র করিয়া ধীরে ধীরে ক্রোড়ের উপর রাখিতেই সেই নিৰ্মীলিত নেত্র-প্রাপ্ত হইতে পিতৃস্নেহ যেন অজস্র অশ্র-ধারায় ঝরিয়া ঝরিয়া পড়িত্বে লাগিল। আর কম্পিত ওষ্ঠাধর দুটি কাপিয়া কাপিয়া অফুটঙ্কণ্ঠে বলিতে লাগিল, মা ! তুই কোথায় আছিল – একবার কেবল ফিরিয়া আয় । আমি তোকে পৃথিবীতে আনিয়াছি, আমি তোকে বুকে করিয়া বড় করিয়াছি—ম, তোর সমস্ত অপরাধ, সমস্ত অপমান লাঞ্ছনা লইয়া আর একবার পিতৃক্রোড়ে ফিরিয়া আয় অচলা, আমি বুক দিয়া তোর সকল ক্ষত, সকল জালা মুছিয়া লইয়া আবার তেমনি করিয়াই মাহব করিব। আমরা লোকালয়ে আসিব না, ঘরের বাহির হইব না, শুধু তুই আর আমি - বাবা ? বৃদ্ধ মূখ ফিরিয়া মৃণালের মুখের পানে চাহিলেন, বোধ করি একবার আপনাকে সংযত করিবার চেষ্টাও করিলেন ; কিন্তু পরক্ষণেই মেঝের উপর লুটাইয়া পড়িম্বা বালকের মত আৰ্ত্তকণ্ঠে কাদিয়া উঠিলেন—ম ! মা ! আমার বুক ফেটে গেল। সবাই তাকে কত দুঃখ, কত ব্যথাই না দিচ্চে । আর আমি পারি না ! মৃণাল কিছুই বলিল না, শুধু কাছে আসিয়া তাহার স্কুলুষ্ঠিত মাথাটি নীরবে কোলে फूणिञ्च नश्वा शैौरव्र शै८ब शउ बूलाश्ञा टिङ गानिण । उँशब निदणद्र इकॉर्ष বহিয়াও জল পড়িতে লাগিল । t gDD DDDD DB BBBB BBD DBB BDDBBB BB DDD DDDS DDD হঠাৎ কেদারবাৰু চোখ চাহিয়া উঠিয়া বসিলেন, কহিলেন, মৃণাল, মহিমকে চিঠি লিখলে কি জবাব পাওয়া যাবে না ? or \ቅ?