পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৫৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধ করিতেছিল, সে কহিল, তাহার ছেলে-মেয়েরা সবাই স্থানান্তরে গিয়াছে, cकदल उाश्ब्रो झुद्देजम बूस्त्रा-वृछि नोकरनग्न भाग्न कोहेल्ला बाबिस बाहे८ङ •ोप्द्र নাই। স্বরেশের সম্বন্ধে এইটুকু মাত্র সন্ধান দিতে পারিল যে, ডাক্তারবাবু নন্দ পাড়ের নিমতলার ঘরে এতদিন ছিলেন বটে, কিন্তু এখনও আছেন কিংবা মামুদপুরে চলিয়া গিয়াছেন সে অবগত নয়। মামুদপুর কোথায় ? সিধা ক্রোশ-দুই দক্ষিণে । নন্দ পাড়ের বাড়িটা কোনদিকে ? বৃদ্ধ বাহির হইয়া দূরে অঙ্গুলি-নির্দেশ করিয়া একটা বিপুল নিমগাছ দেখাইয়া দিয়া কহিল, এই পথে গেলেই দেখা যাইবে । অনতিকাল পরে ভীত পরিশ্রান্ত বাহকের যখন নিমতলায় আসিয়া খাটুলি নামাইল, তখন স্বৰ্য মস্ত গিয়াছে। বাড়িটা বড়, পিছনের দিকে দুই-একটা পুরাতন ইটের ঘর দেখা যায়, কিন্তু অধিকাংশই খোলার। সম্মুখে প্রাচীর নাই—চমৎকার ফাকা। গৃহস্বামীকে দরিদ্র বলিয়াও মনে হয় না, কিন্তু একটা লোকও বাহির হইয়া আসিল না। কেবল প্রাঙ্গণের একধারে বাধা একটা টাটু-ঘোড়া স্কৃৎপিপাসার নিবেদন জানাইয়া অত্যন্ত করুণকণ্ঠে অতিথিদের অভ্যর্থনা করিল। • সদর দরজা খোল ছিল, রঘুবীর সাহস করিয়া ভিতরে গলা বাড়াইতেই দেখিতে পাইল, পাশের বারান্দার চারপাইয়ের উপর স্বরেশ গুইয়া আছে এবং কাছেই খুটিতে ঠেস দিয়া একজন অতিবৃদ্ধ স্ত্রীলোক বসিয়া বিমাইতেছে। বাবুজী ! স্বরেশ চোখ মেলিয়া চাহিল এবং কচুয়ে ভর দিয়া মাথা তুলিয়া ক্ষণকাল তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া প্রশ্ন করিল, কে বেয়ার রঘুবীর ? রঘুবীর সেলাম করিয়া কাছে গিয়া দাড়াইল, কিন্তু প্রভুর রক্ত-চক্ষুর প্রতি চাহিয় তাহার মুখের কথা সরিল না । তুই এখানে ? রঘুবীর পুনরায় সেলাম করিল এবং বাহিরের দিকে ইঙ্গিত করিয়া শুধু কেবল दलिज, भाइँछौं এবার স্বরেশ বিস্ময়ে সোজা উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, তোকে পাঠিয়েচেন ? রঘুবীর ঘাড় নাড়িয়া জানাইল, ন, তিনি নিজেই আসিয়াছেন। জবাব শুনিয়া স্বরেশ এমন করিয়া তাহার মুখের প্রতি একদৃষ্টি তাকাইয়া রহিল যেন কথাটাকে ঠিকমত হৃদয়ঙ্গম করিতে তাহার বিলম্ব হইতেছে। তার পরে চোখ বুজিয়া ধীরে ধীরে গুইয়া পড়িল, কিছুই বলিল না। ኟ8ማ