পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ছোটভায়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজের বিষয়-আশয় দেখিতেছিলেন। ছোটবধূর দরুন হাতে যে দশ হাজার টাকা ছিল, তাহাও স্বদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাদিয়াছিলেন। দিন-দশেক হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল, দুর্গাপূজার পরে ভাল দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন । তাই একদিন যাদব আহারে বসিয়া ছোটবোঁকে উদ্বেগু করিয়া বলিলেন, তোমার বাড়ি ত তৈরি হ’ল মা, এখন একদিন গিয়ে দেখে এস, আর কিছু বাকী রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্ৰ কাজ ফেলিয়া রাখিয়াও ভাণ্ডরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকি ত । ভাগুরকে সে দেবতার মতই ভক্তি করিত— সকলেই করিত। বলিল, আর কিছু বাকী নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা ! আচ্ছা, ভাল কথা । তবে, আরো একটি কথা আছে। অামার ইচ্ছে হয়, আত্মীয়-স্বজন আমাদের যে যেখানে আছেন, সকলকেই এক করে একটি স্বদিন দেখে উঠে যাই, গৃহদেবতার পূজা দিই, কি বল মা ? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বল। কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী, মা তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণ একটু অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা-লক্ষ্মীটি যদি একটু শাস্ত হতেন। যাদব বলিলেন, শাস্ত আবার কি বড়বেী, মা আমার জগদ্ধাত্রী। বরও দেন, আবশ্বক হলে খাড়াও ধরেন। ওই ত আমি চাই। মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ-কষ্ট নেই। অন্নপূর্ণ বলিলেন, সে-কথা তোমার সত্যি। ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয় । বিন্দু লজ্জা পাইয়া সে-কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান। আমাদের ও-বাড়ি বেশ বড়, কারো কোন কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা দু'মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব । Հ Գեր