পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিন্দুর ছেলে মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে, তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় জায়ের সহিত একেবারে কথাবার্তা বৃদ্ধ করিয়া দিল । কয়েকদিন হইতে নূতন বাটতে জিনিষ-পত্র সরানো ছুইতেছিল, কাল সকালেই যাইতে হইবে । যাদব ছেলেদের লইয়া সে-বাড়িতে ছিলেন, মাধব মোকদমা উপলক্ষ্যে অন্যত্র গিয়াছিল ; সেও ছিল না। ইতিমধ্যে ও বাড়িতে এক বিষম কাও ঘটিল। সন্ধ্যার সময় মাষ্টার পড়াইতে আসিয়াছিল, কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল । বলিল, কাল থেকে ও-বাড়িতে গিয়ে পড়াবেন। ষে আজ্ঞে, বলিয়া মাষ্টার চলিয়া যাইতেছিল, বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন ? মাষ্টার বলিল, লেখা-পড়ায় সে বরাবরই ভাল, প্রতিবারই ত প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়। কিন্তু আজ-কাল চুরুট খেতে শিখেচে যে ! মাষ্টার বিক্ষিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেচে ? পরক্ষণেই নিজেই বলিল, আশ্চৰ্য্য নয়, ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে । কার দেখে শিখেচে ? - মাষ্টার চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকে ও-কথা জানাবেন। মাষ্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ পাচ-সাতদিনের কথা, ইস্থলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মার-ধোর করে এক কাও করেচে। বিন্দু রুদ্ধ-নিশ্বাসে বলিল, তারপর । উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি দশ টাকা জরিমানা করিয়ে তাকে তা क्रिञ्च त्रांड क८व्रटछन । বিন্দু বিশ্বাস করিতে পারিল না। বলিল, আমার অমূল্য ছিল । সে টাকা পাৰে ८ऱाषांश्च ? ۔ .. 龟葡绩