পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিন্দুর ছেলে ভৈরব মাখা নাড়িয়া বলিল, ই, তবু এল না । বিন্দু এক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি ? যেমন মা, তেমনি ছেলে হবে ত। আমারে কটু দিব্যি রইল যে, অমন মা-ব্যাটার মুখ দর্শন ब्रब्रूस् न1 ।। অনেক রাত্রে অন্নপূর্ণ বাটিতে ফিরিতে উম্ভত হইল, পৌঁছাইয়া দিবার জন্ত মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু ক্রতপদে অদূরে আসিয়া স্বামীকে উদ্বেশ করিয়া জীষণ-কণ্ঠে বলিল, পৌঁছে দিতে যাচ্ছ, উনি জলস্পর্শ করেননি তা জান ? মাধব বলিল, সে তোমার জানবার কথা—আমার নয় । সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভাল কথা। তা হলে দেখচি তুমিও ঐ-দিকে। মাধব জবাব না দিয়া বলিল, চল বৌঠান, আর দেরি ক’রো না । চল ঠাকুরপো ; বলিয়া অন্নপূর্ণ পা বাড়াইতেই বিলু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু। নিজের যা মুখে এলে দশটা মিথ্যে সাজিয়ে বললে— কটু কষ্ট করে দিব্যি করলে, চার দিন চার রাত ছেলের মুখ দেখতে দিলে না— ভগবান এর বিচার করবেন। বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারাদায় আসিয়া উপুড় হইয়া মূচ্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল ; মাধব অন্নপূর্ণ দুইজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণ ফিরিয়া দাড়াইয়া বলিলেন, কি হ’ল দেখি । মাধব কহিল দেখতে হবে না চল । কলহের কথাটা এ-কয়দিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়ের এক জায়গায় বসিল, এলোকেশী বলিয়া উঠিলেন, জায়ে জায়ে ঝগড়া হয়েচে, ছেলের কি হল যে একবার আসতে পারলে না 7 ছোটবে বড় মিথ্যে বলেনি— যেমন মা, তেমনি ছেলে হবে ত । ঢের ঢের ছেলে দেখেচি বাবা, এমন নেমকহারাম কখন দেখিনি ।