পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ş কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল, তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জর হইল। দ্বিতীয় দিন দুইতিনবার মূর্ছা হইল—তাহার শেষ মূৰ্ছ আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায়, অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুৰ্ব্বল নাড়ী একেবারে বসিয়া গিয়াছে। সংবাদ পাইয়া মাধব আসিল । সে স্বামীর পায়ের ধূলা মাথায় লইল, কিন্তু দাতে দাত চাপিয়া রহিল, শত অনুনয়েও এক ফোটা দুধ পৰ্য্যন্ত গিলিল না। - মাধব হতাশ হইয়া বলিল, আত্মাহত্যা ক’চ্চ কেন ? বিন্দুর নিমীলিত চোখের কোণ বহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর। শুধু হাজার-দুই টাকা নরেনকে দিয়ে, আর তাকে পড়িয়ে, সে আমার অমূল্যকে ভালবাসে। মাধব দাত দিয়া জোর করিয়া নিজের ঠোট চাপিয়া কান্না থামাইল । বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয় । মাধব সে ধাক্কাও সামলাইতে কানে কানে বলিল, দেখবে কাউকে ? বিন্দুঘাড় নাড়িয়া বলিল, না থাক । বিদুর মা আর একবার ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন, বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাড়াইয়া বলিল, সে হবে না বিন্দু আমাদের কথা শুনলে না, ר צס\