এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শরৎ-সাহিত্য-সংগ্ৰহ
ভুল বুঝেছ অনুপমা ! মরলে এ কলঙ্ক চিরকাল ছায়ার মত তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখ, এ মিথ্যা কলঙ্ক কখনও চিরস্থায়ী হবে না।
কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকব ?
আমার সঙ্গে চল ।
অনুপমার একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে, জামাকে ক্ষমা কর। বলিবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষণ দাও—জামি গিয়া কোথাও লুকাইয়া থাকি। পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, আমি যাব না ।
কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে বাপাইয়া পড়িল ।
瓷 鞭 寮 鞭
অনুপমা জ্ঞান হইলে দেখিল স্থসজ্জিত হর্ঘ্যে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে, পার্থে ললিতমোহন। অনুপমা চক্ষুরুন্মীলন করিয়া কাতর-স্বরে বলিল, কেন জামাকে বঁাচালে ?
Wɔ gbr