পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ১৯১২ খ্ৰীষ্টাব্দের ১২ই ফেব্রুয়ারী তিনি রেজুন হইতে "যমুনা সম্পাদক ফণীন্দ্রনাথ পালকে লিখিয়াছিলেন —“আমার তিনটে নাম। সমালোচনা-প্রবন্ধ প্রভৃতি —অনিলা দেবী। ছোট গল্প—শরৎচন্দ্র চট্টো। বড় গল্প—অভূপমা । সমস্তই এক নামে হলে লোকে মনে করবে, এই লোকটি ছাড়া আর বুঝি এদের কেউ নেই।” পুস্তকের অন্তভুক্ত হইয় প্রথম প্রকাশ ঃ শরৎচন্সের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী"র অস্তভূক্ত হইয়া পুস্তকাকারে প্রথম প্রকাশিত হয়—শ্রাবণ, ১৩৫৮ । .* নারীর লেখা প্রথম প্রকাশ : ১৩১৯ সালের ফাঙ্কন সংখ্যা "যমুনা মাসিক পত্রিকায় ‘শ্ৰীআনিলা দেবী এই ছদ্মনামে প্রকাশিত । পুস্তকের অন্তভূক্ত হইয় প্রথম প্রকাশ ঃ "শরৎচন্দ্রের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী"তে ইহার প্রকাশ হয় । সপ্তম সত্তার