পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস ون هاه আবদলি আফগানিস্থানের প্রভূত্ব লাভ করিয়াছিলেন । অতঃপর মধ্য এশিয়ার কতকগুলি দুৰ্দ্ধৰ্ষ জাতি দুরাণী রাজার সহিত যোগদান করিল। ঐ সকল জাতি দূর দেশে যাইয়া লুট-তরাজ করিতে ভালবাসিত –তাহারা লুণ্ঠনকার্যে বিশেষ পারদর্শী ছিল । ঐ সকল জাতির সহায়তা পাইয়া দুরাণী রাজা মনে করিলেন, ভারতবর্ষই তাহার বিজয়ের বা লুণ্ঠনের উপযুক্ত স্থান। ভদ্বারা তাহার অভীষ্ট সিদ্ধ হইবে,—তিনি বিশেষ লাভবান হইবেন । দুই প্রকার ছলনা করিয়া তিনি গুঢ় অভিসন্ধি সিদ্ধ করিতে চেষ্টা করিয়াছিলেন। প্রথমতঃ, লাহোরের শাসনকর্তা তাহার প্রতি রাজভক্তি প্রদর্শন করিয়াছেন ; দ্বিতীয়ত:, তাহার শত্ৰু, নাদির সার অধীনস্থ কাবুলের সেই পলাতক শাসনকর্ত, দিল্লীতে গিয়া বাদসাহের নিকট বিশেষ সম্মান প্রাপ্ত হইয়াছিলেন —এই দুই হেতুবাদে তিনি ভারতবর্ষ অভিমুখে অগ্রসর হইয়াছিলেন। যাহা হউক, আমেদ সা সিন্ধু নদ অতিক্রম করিলেন ; লাগেরের শাসনকর্তা রাজদ্রোহিত অপরাধে তিরস্কৃত ও লাঞ্ছিত হইলেন। তখন কু-অভিসন্ধি অপেক্ষ সদাশয়তাই প্রবল হইয়া উঠিল। আফগানগণ যাহাতে অধিকদূর অগ্রসর হইতে না পারে তজ্জন্য তিনি কৃতসঙ্কল্প হইলেন। কিন্তু তিনি যুদ্ধে জয়লাভ করিতে পারিলেন না ; আমেদ সা আবদলি পঞ্জাব অধিকার করিয়া বসিলেন । আমেদ সা সারহিন্দ পর্যন্ত র্তাহার অনুসরণ করিলেন। এই স্থানে পতনোমুখ মোগল সাম্রাজ্যের উজারের সহিত র্তাহার যুদ্ধ হইল। কতকগুলি খণ্ডযুদ্ধ এবং একটি চূড়ান্ত যুদ্ধ হইল। এই সকল যুদ্ধের ফল আক্রমণকারীর পক্ষে এত প্রতিকুল হইয়াছিল যে, তিনি পুনরায় পঞ্জাব হইতে প্রত্যাবর্তন করিতে বাধ্য হইলেন। সতর্ক শিখগণ এই সময় আবদালি-সৈন্তের পশ্চাদ্ভাগ আক্রমণ করিল ; তাহারা আত্মশক্তির উপর বিশ্বাস করিবার আর এক প্রমাণ পাইল । একটি সামান্ত যুদ্ধে দিল্লীর মন্ত্রী গোলার আঘাতে নিহত হইলেন । এই যুদ্ধে তাহার পুত্র মীর মন্ত্র, বিশেষ বীরত্ব ও কৃতিত্বের পরিচয় প্রদান করিয়াছিলেন। স্বতরাং পিতার মৃত্যুতে ‘মইন-উল মূলক উপাধি গ্রহণ করিয়া, তিনি লাহোর এবং মূলতানের শাসনকর্তার পদে অধিষ্ঠিত হইলেন। ১০ এই নূতন শাসনকর্তা, বীর্যবান এবং স্বচতুর ছিলেন। বাদসাহের মঙ্গল কামনা করা অপেক্ষা নিজ স্বার্থ-সাধনই তাহার প্রধান উদেখা ছিল। শাসনকার্যে তিনি কাহারও পরামর্শ গ্রহণ করিতেন না। নিজের বুদ্ধি অনুসারেই তিনি সকল কার্য সম্পন্ন করিতেন। কাওরা মল্প এবং আদিনা বেগ খী নাম বহুদশী ব্যক্তিস্বয়কে নিজ কার্যে নিযুক্ত রাখিয়া a Compare “Murray's Runjeet Singh', by Princep p, 9, and Browne, ‘India LLLLLS LLSS BBBBB BBBBBS BBB BS BDBBD DBDD BB BBB BBS BBD DD अवीकृडी* হন। তিনি তাহাকে রাজা বলিয়াও স্বীকার করেন না ; পরস্তু তাহাকে উপেক্ষা করেন। stel ses, stra safratstras stigia fras was (Ephinstone, 'Account of caubul, ii, 285 ) এ সম্বন্ধে তিনি এই সকল বিশেষ বিবরণের কিছুই উল্লেখ করেন নাই। »• I Compare Elphinstone, “Caubul,' ii. 285, 286 and Murrys “Ranjeet Singh', p. 6-8.