পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S e শিখ-ইতিহাস মৃত্যু হয়।১৯ তাহার বিধবা পত্নী নাবালক পুত্রের অভিভাবিক নিযুক্ত হইলেন ; লাহোরের শাসনকর্তৃত্বের জন্য পুত্রের পক্ষ হইতে কৌশলক্রমে বাসাহের স্বীকৃারপত্র সংগ্ৰহ করিলেন। বাদসাহ এবং দুরাণী-রাজ উভয়ের সহিত তিনি সম্ভাব স্থাপনের চেষ্টা করিতে লাগিলেন—তিনি উভয়ের অধীনতা স্বীকারের ভাব প্রকাশ করিলেন। দক্ষিণাপথের প্রথম নিজামের পৌত্র গাজী উদিনের সহিত র্তাহার কন্যার বিবাহ হয়। নিজাম এক সময়ে পতনোন্মুখ ভারত সাম্রাজ্যের মন্ত্রী ছিলেন ; সেই সময় তৎকর্তৃক অযোধ্যার রাজপ্রতিনিধি কৌশলক্রমে পদচ্যুত হন। ২৬ তখন উজীর আপন প্রভুর জন্য একটি প্রদেশ অধিকার করিতে চেষ্টা করেন । নিজেও পুনরায় বিবাহ করিতে অভিলাষী হইয়া একটি উপযুক্ত পাত্রী অন্বেষণ করিতে থাকেন। এক্ষণে তিনি লাহোরে গমন করিয়া তাহার ক্রোধপরায়ণ শ্বশ্বকে স্থানাস্তরিত করিলেন ; কিছুকালের জন্য সমগ্র পঞ্জাব আদিনাবেগ খাঁর নামমাত্র শাসনাধীনে রহিল। পরিশেষে আমেদ সা পুনরায় ভারতবর্ষে আগমন করিয়া পঞ্জাব অধিকার করিলেন। ১৭৫৫-৫৬ খৃষ্টাব্দের শীতকালে দুরাণী-রাজ লাহোরের মধ্য দিয়া গমন করিলেন ; তাহার পুত্র তাইমুর জেহান খা নামক এক ব্যক্তির অভিভাবকতায় তৎপ্রদেশের শাসনকর্তা নিযুক্ত হইলেন। সারহিন্দ আমেদ সার রাজ্যভূক্ত হুইল। গাজী উদিনের সমস্ত অপরাধ আমেদ সা ক্ষমা করিলেন বটে, কিন্তু দিল্পী ও মথুরা লুণ্ঠন না করিয়া তিনি কান্দাহারে প্রত্যাবৃত্ত লইলেন না। সম্রাট উজারের একজন ক্রীড়-পুত্তলি ছিলেন ; তদর্শনে আমেদ সী, নাজিবুদ্দৌলা নামক একজন রোহিলা বংশীয় সেনানায়ককে দিল্পী-সাম্রাজ্যের নামমাত্র সেনাপতিপদে প্রতিষ্ঠিত করিলেন ; সে ব্যক্তি আবদালীর স্বার্থ-সাধনের জন্য সর্বদা চেষ্টত রহিল ॥২১ যুবরাজ তাইমুরের দুইটি উদ্দেশু ছিল। র্তাহার প্রথম উদ্দেশু, --বিদ্রোহী ১৯। ফরষ্টার ("Travels, i. 315) এবং ম্যালকম (Sketch, p. 92 ) বলেন, ১৭৫২ খৃষ্টাব্দে মীর মন্ত্রর মৃত্যু হয়। ব্রাউন (Travels, ii, i৪) বলেন, হিঙ্গীরা বৎসর ১১৬৫ ৷ ইহা ইংরাজী ১৭৫১ ও ১৭৫২ খৃষ্টাব্দের সহিত এক। মারে ( "Runjeet Singh, p. 13 ) প্রতিপন্ন করিয়াছেন, অধীনতা স্বীকারের পর মন্ন আর অধিক দিন জীবিত ছিলেন না। কিন্তু এলফিনষ্টোন বলিয়াছেন,— ১৭৫৬ খৃষ্টাব্দে রাজপ্রতিনিধির মৃত্যু হয়। ২• । গজীউদ্দীনের প্রথম নাম সাহাবুদিন। মারহাট্টাগণ কর্তৃক অপভ্রংশে চলিত কথার সাহুদিন এবং সাওদিন নামে অভিহিত হয়। s» i făuffers stetqň něj :–Forster, “Travels, i. 316-17 ; Browne, "Tracts,” ii. 48; Malcolm, ‘Sketch', p. 92, 94; Elphinstone, ‘Caubul, ii.228,2-9; and Murray, Runjeet Singh.’ p. 14, 15. মীর মঙ্ক বিধবা স্ত্রীর নাম-মাত্র শাসন সময়ে, তাহার প্রতিনিধি বিকারী খাঁ নামক এক ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠা লাভ করিয়াছিল। পরিশেষে তিনি বিকারী থাকে নিহত করেন ; কারণ, বিকারী খ। তাহার ক্ষমতা প্রতিহত করিতে সংকল্প করিয়াছিল। যাহা হউক, বিকারী সম্ভবতঃ র্তাহার উপপতি frr fiul cit sa ! (Compare Browne, ii. 18 and Murray, p, 14 ) fr:Ffist ši লাহোরের সুবর্ণ-মসজীদ নির্মাণ করিয়াছিলেন। **