পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»5१ শিখ-ইতিহাস অধিকার করিল, এবং নাজিবুদ্দৌলা অতি কষ্টে পলায়ন করিলেন। আদিনা বেগ দেখিলেন, শিখগণ অযথা বিলম্ব করিতেছে, পরন্তু তাহারা এত অধিক পরাক্রান্ত ও বলশালী নহে যে, অffদনা বেগ অন্যের সাহায্য ব্যতিরেকে পাঞ্জাব শাসন করিতে সমর্থ হন। সুতরাং সিন্ধু নদ পর্যন্ত আধিপত্য বিস্তারের জন্য তিনি মহারাট্রাদিগকে আহবান করিলেন। সারহিন্দে আমেদ সার একজন প্রতিনিধি-শাসন-কর্তা ছিলেন। সমবেত আক্রমণে তিনি বিতাড়িত হইলেন। এদিকে শিখগণ আদিনা বেগের পক্ষ অবলম্বন করিয়৷ তাঁহাকে সাহায্য করিতেছিল। এক্ষণে তাহারা মনে করিল,-দুই পুরুষ ধরিয়া যে সহর তাহারা ক্রমাগত লুণ্ঠন করিয়াছে, যাহাতে তাহাদের স্বত্বাধিকার অক্ষুন্ন, এবং যাহা তাহাঁদের অধীনতা পাশে আবদ্ধ, আজ মারহাট্টাগণ সেই সহর লুণ্ঠন করিবে । কুতরাং শিখগণ নিশ্চিন্ত থাকিতে পারিল না ; তাঁহাদের অসংযত ব্যবহারে মারহাট্টাগণ কুপিত হইল। শিখগণ লাহোর পরিত্যাগ করিয়া চলিয়া গেল। কয়েকটি স্বরক্ষিত দুর্গ ফেলিয়া আফগান সৈন্যগণ প্রস্থান করিল ; মহারাষ্ট্ৰীয়গণ এক্ষণে মুলতান, আটক এবং রাজধানী অধিকার করিলেন। আদিনা বেগ পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত হইলেন ; কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা লাভের যে স্থখ-আশা তিনি হৃদয়ে পোষণ করিয়া আসিতেছিলেন, অকালে কালকবলে পতিত হওয়ায়, তাহার সে আশা নিমূল হইল ; -প্ৰভূত্ব প্রতিষ্ঠার কয়েক মাস পরেই, তিনি কবর-শায়িত হইলেন ॥২৩ মারহাট্টাগণ দেখিলেন,—সমগ্র ভারতবর্ষই তখন তfহাদের পদানত । এক্ষণে অযোধ্যা অধিকার করিয়া রোহিলাদিগকে বিতাড়িত করিতে হইবে,—এই মর্মে গাজীউদিনের নিকট মারহাট্টাগণ এক প্রস্তাব উত্থাপন করিলেন ; —উভয় পক্ষের প্রীতিকর এক ষড়যন্ত্র চলিতে লাগিল ॥২৭ ইতিমধ্যে ইতিমধ্যে পঞ্জাব অধিকারচ্যুত হওয়ায়, আমেদ সা দ্বিতীয়বার যমুনা তীর পর্যন্ত অগ্রসর হইলেন ; তাহার আগমনের সঙ্গে সঙ্গে মারহাট্ট প্রাধান্তের স্বপ্নটুকু পর্যন্ত চিরকালের জন্য বিলুপ্ত হইল ॥২* দুরাণী-রাজ বেলুচিস্থান হইতে সিন্ধু নদের তীর দিয়া উত্তরাভিমুখে পেশোয়ারে পৌঁছিলেন। সেখান হইতে সিন্ধুনদ অতিক্রম করিয়া পাঞ্জাবে উপনীত হইলেন। র্তাহার উপস্থিতিতে মারহাট্টাগণ মুলতান ও লাহোর পরিত্যাগ করিল ; আমেদ সার আগমনে গাজী উদ্দিন বাদসাহের জীবন সংহার করিতে চেষ্টত হইলেন। তখন যুবরাজ রাজধানীতে উপস্থিত ছিলেন মা। বঙ্গদেশের নবাধিপতি ইংরাজদিগের সাহায্যে তিনি se faffRs sgtai ro :—Browne, “India Tracts, ii, 19, 20; Forster, тауф. i. 317, 318; Elphinstone, ‘Caubul'ii 290; or Grant Duff's ‘History of the Marhatta's, ii 132 sasv άττῆς ψέ affìatratia qgj ww | &8 I Compare Elphinstone, History of India, ii. 669-670. ২s । যখন নাজিবুদ্দৌলা এবং রোহিলাগণ দেখিল যে, মারহাট্যগণ তাহামের গ্রামসমূহে অগ্নি BB BB BBBS BBB BBBS BBB DDB BBB BBB BBB DD DDDDDS LLLLLS stone, 'India,' ii. 670, gar Browne, *Tracts,' ii. 20.