পাতা:শিখ-ইতিহাস.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 28 শিখ-ইতিহাস দুরূহ ৪৩ তবে নিশ্চিত যাহা জানা গিয়াছে, তাহাতে প্রতিপন্ন হয় যে, ‘ভাঙ্গী’ সম্প্রদায় একসময়ে বিশেষ প্রতিষ্ঠান্বিত হইয়াছিল; কিন্তু স্থকারচাকিয়া ও নাকিয়' সম্প্রদায়ের অবস্থা অতীব শোচনীয় হইয়া দাড়াইয়াছিল। ‘ভাঙ্গীগণের বিস্তৃত বিক্ষিপ্ত রাজ্যে অকুন্য ২০ সহস্র সৈন্য সমবেত হইত ; কিন্তু শেষোক্ত সম্প্রদায়ের সৈন্য সংখ্যা উগর দশমাংশ মাত্র। সমগ্র শিখজাতির সৈন্য সংখ্যা গড়ে উক্ত সংখ্যার অধিক নহে ; এই গণনাই অধিকতর সঠিক বলিয়া মনে হয়। শিখদিগের প্রত্যেকেই অশ্বারোহী ; পার্বত্য প্রদেশের অথবা সমতল ভূমির অৰ্দ্ধবর্বর অধিবাসিগণের মধ্যে কিংবা অশিক্ষিত সৈন্য সম্প্রদায়ের মধ্যে অশ্বারোহী শিখ সৈন্য সর্বাপেক্ষা দুর্দমনীয়। শিখগণ অশ্বপৃষ্ঠে কৃতিত্বের সহিত বন্দুক চালনা করিতে পারিত বলিয়া বিশেষ খ্যাতিলাভ করিয়াছিল। তাহাদের পূর্ব-পুরুষগণ ধনুর্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন । কথিত হয়, তাহার এই যুদ্ধবিদ্যা তাহদের পূর্বপুরুষগণের নিকট শিক্ষা করিয়াছিল। কেবলমাত্র দুর্গরক্ষার্থ পদাতিক সৈন্য নিযুক্ত হইত। প্রত্যেকেই পদব্রজে ‘মিছিলের অনুগামী হইত, এবং যতদিন লুণ্ঠন দ্বারা অশ্ব সংগ্ৰহ করিতে না পারিত, কিংবা অশ্ব ক্রয় করিবার সম্বল না হইত, ততদিন তাহারা এই অনুষ্ঠানে ‘মিছিলের অনুবর্তী থাকিত। প্রাচীনকালে শিখগণ গোলাগুলি ব্যবহার করিত না । ক্রমে ক্রমে এই প্রথা তাহাদের মধ্যে প্রচলিত হয় । কারণ উহা অর্থ-সাপেক্ষ এবং উহাতে রাজনৈতিক ও সামরিক প্রাধান্যের আবশ্বক হয় ॥৭৭ এই সমুদায় সম্প্রদায় নুনাধিক পরিমাণে পরস্পরের অধীনতা স্বীকার করিত। এতদ্ব্যতীত আর একটি সম্প্রদায় তৎকালে বর্তমান ছিল। তাহারা সর্বপ্রকার ঐহিক অধীনত-পাশ ছিন্ন করিয়াছিল ;–তাহারা পৃথিবীতে কাহারও বগুতা স্বীকার করিত না । তাহাঁদের মধ্যে শিখধর্মের প্রকৃত উপাদান বিদ্যমান ছিল । এই সম্প্রদায় "আকালি' অর্থাৎ "অবিনশ্বর’ বা ঈশ্বর নিযুক্ত সৈন্য সম্প্রদায় নামে অভিহিত। তাহারা নীল পরিচ্ছদ পরিধান করিত—তাহাদের হস্ত লৌহ-বলয় ভূষিত থাকিত ; গোবিন্দ সিংহের আদি ৪৩। ফরষ্টার বলেন, ( "Travels, i. 333 ) ১৭৮৩ খৃষ্টাব্দে শিখসৈন্তের সংখ্যা ৩••,• • • তিন লক্ষ নিরূপিত হইয়াছিল। কিন্তু শিখসৈন্তের পরিমাণ ২• •,• • • দুই লক্ষও হইতে পারে। ব্রাউন সাহেব ( "Tracts, Illustrative map' ) প্রতিপন্ন করেন,—এই সময়ে শিখদিগের ৭৩ হাজার অশ্বারোহী এবং ২৫ হাজার পদাতিক সৈন্ত ছিল। ইহার প্রায় বিশ বৎসর পরে, কর্ণেল ফ্রাঙ্কলিন একখানি 3ty (Life of Shah Alam, note p. 75) too of often co foilo & of 89 &tast; অশ্বারোহী সৈন্ত সংগ্ৰহ করিতে পারিত। তিনি আর একখানি পুস্তকে (Life of George Thomas, note, p. 68 ) বলিয়াছেন, যুদ্ধ সময়ে শিখগণ ৬৪ হাজারের অধিক সৈন্ত সংগ্ৰহ করিতে পারিত না। eজর্জ টমাস নিজে প্রতিপন্ন করিয়াছেন,—তৎকালে শিখদিগের ৬• হাজার অশ্বারোহী „qqt e statą otwffŠą ČR J fặa 1 ( Life, by Francklin, p. 274 ) as । জর্জ টমাস ১৮•• খৃষ্টাব্দে তাৎকালিক সামরিক অবস্থার যে বিবরণ প্রদান করেন, তাহাতে জানা যায়, শিখবিগের ৪ টি ক্ষুদ্র ক্ষুদ্র কামান ছিল । ( Life, by Francklin, p. 274 )