পাতা:শিখ-ইতিহাস.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ শিখজাতির স্বাধীন রাজ্য স্থাপন হইতে রণজিৎ সিংহের অভু্যদয় এবং ইংরাজদিগের সহিত মিত্রতা স্থাপন । るqv位ー>brobr-s আমেদ সার শেষবার ভারত আক্রমণ ;- শিহুজাতির ‘ভাঙ্গী সম্প্রদায়ের প্রাধান্ত স্থাপন ;—তাইমুর BB BBBB SBBBBB BBBBS BBBBBB S BBB KSBB BBD DDD ‘কাশিয়া সম্প্রদায়ের আধিপত্য স্থাপন ; মাহা সিং স্বকেরচাকিয়ার প্রতিষ্ঠা লাভ ;– সা জামানের আক্রমণ এবং রণজিৎ সিংহের অভু্যদয় ;-সিন্ধিয়ার অধিনায়কত্বে উত্তর ভারতে মহাষ্ট্রীয়গণের প্রাধান্ত স্থাপন : - জেনারেল প্রেরণ এবং জর্জ টমাস : - শিপজাতি এবং মহারাষ্ট্ৰীয়গণের সদ্ধি স্থাপন : - শিখদিগের সহিত ইংরাজদিগের সম্বন্ধ –সিন্ধিয়া এবং হোলকারের বিরুদ্ধে লর্ড লেকের যুদ্ধযাত্রা ;-শিখবিগের সহিত ইংরাজদিগের প্রথম সন্ধি —ফরাসীর ভারত আক্রমণের বাধা প্রদানের উদ্যোগ ;- রণজিৎ সিংহের সহিত মৈত্রতা বঞ্চণ এবং শতদ্রুর পশ্চিম সীমাস্তবতী শিখ সর্দারগণের রক্ষার্থ সন্ধি স্থাপন । ] শিখজাতি কর্ণাল এবং হান্সি হইতে বিতস্তা নদীর তীর পর্যন্ত বিস্তত ভূ-খণ্ডে অধিপত্য বিস্তার করিয়াছিল। তাহাদের একতাবন্ধন অধিক দিন স্থায়ী হইল না ; দুৰ্দ্ধৰ অশিক্ষিত ব্যক্তিগণ স্বতঃই রিপুর বশবর্তী হইল ; তাহারা সমাজের কল্যাণ অপেক্ষ আত্ম -স্বার্থই প্রবল বলিয়া মনে করিল। কতকগুলি লোক প্রকৃত বা কাল্পনিক অনিষ্ট সম্ভাবনায় কার্য করিতে লাগিল। তখন তাহারা মনে করিল,—প্রতিশোধ লইবার উপযুক্ত সময় আসিয়াছে । অপর কতকগুলি ব্যক্তি পারিপাশ্বিক অবস্থার অতুবর্তী হইয়া নিকটস্থ নগর ও জেলা সমূহ অধিকার করিতে উদ্বুদ্ধ হইল। ধর্মনিষ্ঠ শিখগণ ধর্ম বিস্তারের জন্য বন্ধ -পরিকর হইল। ভিন্ন ভিন্ন রাজ্য জয় করিয়া, অথবা কোন কোন রাজ্যে কর স্থাপন করিয়া তাহারা খালসার সাধারণ রাজ্য বৃদ্ধি করিতে লাগিল। কিছুকাল বিশ্রামের পর, নবাৎসাতে উৎসাহিত হইয়া এবং বিভিন্ন উদ্দেশ্যে প্রাণোদিত হইয়া, যখন শিখজাতির পুনরভু্যদয় হইতে লাগিল, তখন আমেদ সা শেষবার ভারতবর্ষ আক্রমণ করিলেন । ফ্রসর আক্রমণে ভীত হইয়৷ শিখজাতি পুনরায় একতা-বন্ধনে আবদ্ধ হইল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগতা:পর আধিক্য হেতু আমেদ সার উৎসাহ, কার্য-নৈপুণ্য এবং ক্ষমতা হ্রাস হইয়াছিল ; তথাপি সেই আফগান নরপতি আপন রাজ্যমধ্যে শ্ৰেষ্ঠ উর্বরভূমি পঞ্জাব পুনরুদ্ধারের জন্ত আর একবার চেষ্টা করিলেন। ১৭৬৭ খৃষ্টাব্দে সিন্ধুনদ অতিক্রম করিয়া তিনি শভক্ত পর্যন্ত অগ্রসর হইলেন ; তিনি আর অধিক দূর গমন করিলেন না ; হুতরাং লাহোর পরিত্যক্ত হইল। যখন তিনি বুঝিলেন, শিখদিগকে পরাভূত করা এক্ষণে তাহার ক্ষমতাতীত, তখন তিনি তাহাজের সহিত সন্ধিস্থাপনের চেষ্টা করিলেন। এই সময়ে রণকুশল উমরি সিং পিতামহের উত্তরাধিকার স্বত্রে পাতিয়ালার সিং বা মালোয়া শিখদিগের অধিনায়ক পদে বরিত হইলেন। আমের সা তাহাকেই মহারাজ উপাধি প্রদান