পাতা:শিখ-ইতিহাস.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য `U(L হইয়া দোয়াবে গমন করেন। ১৭৭৫ খৃষ্টাবো সন্ধিবদ্ধ সম্প্রদায়-সমষ্ট রোহিলাখণ্ডে প্রবেশ করিয়া, বরেলি হইতে চল্লিশ মাইলের অনধিক দূরবর্তী চান্দোসি পর্যন্ত বিস্তৃত সমস্ত দেশ লুণ্ঠন করিয়া ফেলে। এই সময়ে জীবিত খ। ঘোষগড়ের দুর্গ মধ্যে অবরুদ্ধ ছিলেন। ঘারওয়ালের পার্বত্য রাজা চন্দ্রভাগার পশ্চিমতীরবর্তী পর্বত-পাদদেশস্থ অন্যান্য রাজপুতগণের ন্যায় করা-রাজগণের অন্তর্ভুক্ত হইলেন । র্তাহারই পূর্বপুরুষ বাদসাহ আওরঙ্গজেবের ক্ষমতা উপেক্ষা করিয়া, তৎপুত্র দারাকে আশ্রয় প্রদান করিয়াছিলেন ; কিন্তু তিনি এক্ষণে সে পূর্ব-গৌরব রক্ষা করিতে পারিলেন না। অযোধ্যার সীমান্ত হইতে সিন্ধুনদ পর্যন্ত সমগ্র দেশে শিখ জাতিই তৎকালে প্রবল ও প্রধান ছিল। পরিব্রাজক ফরষ্টাব কৌতুকচ্ছলে বলিয়াছেন,—দুর্গ প্রাচীর মধ্যে দুই জন্য অশ্বারোহী শিখ-সৈন্ত দেখিয়া, সেই দুর্গাধিপতি অপ্রাপ্তবয়স্ক সর্দার-বালকের এবং তাহার অমুচর ও প্রজাবর্গের মনে মহা ভয়ের সঞ্চার হইয়াছিল। ঘারোয়ালেব স্থানীয় রাজকর্মচারিগণের নিকট সমসংখ্যক শিখ সৈন্য বিশেষ সম্মান-সম্বৰ্দ্ধনা প্রাপ্ত হইয়াছিল, এবং বিশেষ সতর্কতার সহিত র্তাহারা শিখদিগেব অনেক উপকাব করিয়াছিলেন । সাধারণ অভ্যর্থনা-স্থলে সমবেত পথিকবৃন্দের নিকট তাহারা যে সম্মান প্রাপ্ত হইয়াছিল,—ফরষ্টার আরও মনোমুগ্ধকর ভাবে তাহ বর্ণনা করিয়াছেন।” তখন পঞ্জাবে জয় পিং কাণিয়াব ক্ষমতা অক্ষুণ্ণ ছিল, ছুরত সিং স্বকারচাকিয়ার পুত্র মাহ সিং এই সময়ে তাহার রক্ষণাধীনে ছিলেন। তৎকালে মুসলমানগণ চন্দ্রভাগতীরবর্তী রম্বলনগর অধিকার করিয়াছিল। সেই নগরের উদ্ধার-সাধন-কল্পে জয় সিং সেই সর্দার-বালকের সহায়তা করেন। মাহ সিংহের প্রশংসা দিন দিন বৃদ্ধি হইতে লাগিল । পরিশেষে জয় সিংহের অধীনতা পাশ ছিন্ন করিয়া, ১৭৮৪-৮৫ খৃষ্টাব্দে স্বার্থ-সাধন-কল্পে স্বেচ্ছাক্রমে তিনি জামুর কার্যকলাপে হস্তক্ষেপ করিলেন। শুনা যায়, জাম্মুর কার্যকলাপে বাধা প্রদান করায়, সেই স্থান লুষ্ঠিত হয়। সেই স্থান লুণ্ঠন করিয়া তিনি বহু ধনৈশ্চর্যের অধিকারী হন, এবং পরে স্বাধীনতা অবলম্বন করেন । স্বেচ্ছাক্রমে জম্মু লুণ্ঠনে এবং স্বাধীনতা অবলম্বনে জয় সিং তাহার প্রতি বিশেষ ক্রুদ্ধ হন। মাহ সিং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করেন, এবং পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সমস্ত ঐশ্বর্য প্রদান করিতে প্রতিশ্রত হন । কিন্তু জয় সিং তাহার সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁহাতে যুবরাজের ক্ৰোধাগ্নি প্ৰজলিত হয়, এবং অস্ত্র সাহায্যে সেই বিষয়ের মীমাংসা ও প্রতিকার করিতে তিনি কৃত-সংকল্প হইলেন। অতঃপর তিনি যুশা সিং রামগড়িয়ার নিকটে দূতপ্রেরণ করিলেন। সেই সেনাপতি লুপ্ত-সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ পাইয়া সাতিশয় আনন্দিত হইলেন। তিনি মাহ সিংহের সহিত মিলিত হইলেন, এবং অতি সহজেই কটোচের ঘুমন্দি চাদের পৌত্র সংসার চাদের সাহায্য প্রাপ্ত হইলেন। কণিয়াগণ আক্রান্ত ও v । कब्रडेicब्रव्र ‘जयन-बूउiछ', यषम थ७, २२४, २२> ७ ७२७ श्रृंछै, अवर छैिक । उकणिटनइ नt चांणम. ४७७ as शृé1‘अवर बिब्रिख-रे-त्रांक्ठांव घूमjब्र' णांब्रछ छांषां★ गांब्रगरअर बडेवा ।