পাতা:শিখ-ইতিহাস.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য Solo' তাহার সকল চেষ্টা—সকল উদ্যম ব্যর্থ হয় ; ভুট্টগণ তত্ৰত্য স্থানে বিশেষ খ্যাতি-প্রতিপত্তি লাভ করিতে থাকে। যাহা হউক, অবশেষে পাতিয়ালার রাজা অনন্যেপায় হইয়f তাহাদিগকে নিজ প্রজা বলিয়া স্বীকার করিয়াছিলেন, এবং টমাসের সহিত যুদ্ধে তাহাদিগকে সাহায্য প্রদান করেন। অতঃপর পাতিয়ালা অধিকার করিতে টমাসের উৎকট লালসা জন্মিল ; টমাস তদনুসারে কার্য করিতে কৃতসঙ্কল্প হইলেন। এই সময় রাজার ভগ্নী অস্থায়ীরূপে সিংহাসনাধিরোহণ করিলেন ; তাহাতে উৎসাহিত হইয়া, টমাস আপন উদ্দেশু সাধনে বদ্ধপরিকর হইলেন। কিন্তু দুলিওয়ালা সম্প্রদায়ের বৃদ্ধ তারা সিংহের প্রতিকুলতাচরণে কিছু বাধা প্রাপ্ত হইয়া, টমাস অতি সতর্কতার সহিত কার্যে প্রবৃত্ত হইলেন । যাহা হউক, তারা সিংহের পরাজয়ে তিনি কতকাংশে কৃতকার্য হইলেন ; মালের কোটলার পাঠানগণ র্তাহার বহুত স্বীকার করিল, এবং রাইকোটের ভিন্ন ধর্মাবলম্বী মুসলমানগণ টমাসকে মুক্তি দাতা বলিয়া সাদরে গ্রহণ করিল। তাহারা কিছুকাল লুধিয়ানায় আধিপত্য বিস্তার করিয়াছিল, এবং সকলেই সমভাবে শিখদিগের প্রতি জিঘাংসা-পরবশ হইয়া উঠিয়াছিল। এই সময়ে সাহেব সিং নামক নানক-বংশীয় একজন বেদী, স্বয়ং অভিনব ধর্মভাবে অনুপ্রাণিত হইয়াছেন বলিয়। প্রকাশ করিলেন ; তিনি বহুসংখ্যক সৈন্য সংগ্ৰহ করিয়া লুধিয়ানা অবরোধ করিলেন। মালের কোটলা তাহার পদানত হইল ; শিখদিগের ধর্ম-গুরুর প্রকৃত প্রতিনিধি বলিয়া মানিয়া লইতে এবং তাহার আজ্ঞাধীন হইতে, তিনি ইংরেজ বীরের প্রতি আদেশ করিলেন। কিন্তু সাহেব সিং অধিককাল স্বদেশবাসীদিগকেও আজ্ঞাধীন রাখিতে পারিলেন না ; পরিশেষে তাহকে শতদ্রুর পরপারে প্রত্যাবৃত্ত হইতে হইল। বেদীর অনুপস্থিতিতেও টমাসের বিশেষ কিছু উন্নতি হইল না। তাহার বিরুদ্ধে পূর্বাপর সর্বত্রই ষড়যন্ত্ৰ চলিতে লাগিল ; সকলেই একতাবন্ধনে আবদ্ধ হইয়া তদ্বিরুদ্ধে দণ্ডায়মান হইল। অনন্তোপীয় হইয়া তিনি লুধিয়ানার নিকটবর্তী স্থান হইতে হান্সির দুর্গে প্রস্থান করিলেন। অতঃপর পুনরায় তিনি যুদ্ধ-ক্ষেত্রে অবতীর্ণ হইয়া, বিন্দ-প্রদেশের শাসনকর্তার অধিকৃত 'সাফিান” নামক এক প্রাচীন সহর আক্রমণ করিলেন। যুদ্ধে তাহার পরাজয় হইল বটে ; কিন্তু নিরাপদ বলিয়া বিবেচিত না হওয়ায়, স্থানটি পরিত্যক্ত হইল। টমাস তাহা অধিকার করিলেন। কথিত হয়, এই সময়ে তাহার অধীনে দশটি পদাতিক সৈন্য-দল এবং ৬৯টি কমান ছিল। তিনি যে রাজ্যের অধিপতি ছিলেন, তাহার বাৎসরিক রাজস্ব ৪ লক্ষ e• হাজার টাকা। এই বিশাল রাজ্যের দুই-তৃতীয়াংশ তিনি আক্রমণ করিয়া অধিকার করেন ; অপর তৃতীয়াংশ তিনি মারহাট্টাদিগের জায়গীরদারস্বরূপ প্রাপ্ত হন। তিনি পেরণের সকল প্রস্তাবগুলি সন্ধিগ্ধচিত্তে প্রত্যাখ্যান করিয়াছিলেন, স্বত্তরাং পেরণ র্তাহার ধ্বংস-সাধনে কৃতসংকল্প হইলেন। এইরূপ অবস্থ-বিপর্যয়ে বাধ্য হইয়া টমাস শিখদিগের সহিত সন্ধি স্থাপন করিলেন। পেরণের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্যই যে তিনি শিখ-সৈন্স নিযুক্ত করিয়াছেন,- এতদ্বারা তিনি তাঁহাই সপ্রমাণ করিতে চেষ্টা করিলেন। কিন্তু যে -