পাতা:শিখ-ইতিহাস.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 o শিখ-ইতিহাস ব্যক্তি তাহীদের ধ্বংস-সাধনে কৃতসংকল্প হইয়াছিলেন, অথবা যিনি তাহাদিগকে সম্পূর্ণ রূপে পদানত করিতে ষড়যন্ত্র করিয়াছিলেন, প্রকৃত প্রস্তাবে সেই ব্যক্তির হস্তু হইতে নিস্কৃতি পাইবার জন্যই তাহারা অধিকতর প্রয়াসী হইয়াছিল। মহারাষ্ট্রীয়দিগের অধীনে পাতিয়ালার হর্ষাতিশয্য দর্শনে, ফরাসী সেনাপতি এক প্রতিজ্ঞায় আবদ্ধ হইলেন ;— হরিয়ানায় উমার সিংহের অধিকৃত সমুদায় রাজ্য প্রত্যার্পণ করিতে অঙ্গীকার করিলেন। ক্রমাগত দুইবার উপযুপরি পেরণের সৈন্যসমষ্টি ৬০ মাইল দূরবর্তী স্থানে বিপর্যন্ত করিয়া, অবশেষে ১৮৭২ খ্ৰীষ্টাব্যের প্রারম্ভে টমাস আত্ম-সমৰ্পণ করিতে বাধ্য হইলেন । ইংরেজাধিকৃত প্রদেশে পুনরাগমন করিলে, সেই বৎসরই তাহার মৃত্যু হইল ॥১৭ এইরূপে পেরণ অধিকতর কৃতকার্য হইলেন। এক দিকে বুরুকুইন নামক র্তাহার একজন কর্মচারী, শতদ্রুর পূর্বদিকবর্তী প্রদেশ-সমুহে প্রভুত্ব স্থাপন করিয়া কর সংস্থাপনের চেষ্টা করিতে লাগিলেন ; অন্যদিকে সেনাপতি স্বয়ং আফগান রাজ্যের সীমাস্তবতী পর্বতশ্রেণী পর্যস্ত রাজ্য বিস্তারের কল্পনা স্থির করিলেন ;—সিন্ধিয়া যেমন পেশোয়ার অধীনতা -পাশ ছিন্ন করিয়াছিলেন, তিনিও তেমনি সিন্ধিয়ার প্রভুত্ব-বন্ধন বিচ্ছিন্ন করিয়া স্বাধীনতা অবলম্বনের চেষ্টা করিতে লাগিলেন।15 সমবেত আক্রমণে সিন্ধু-প্রদেশ অধিকার করিয়া, লাহোরের দক্ষিণস্থিত সমগ্ৰ দেশ সমভাগে বিভাগ করিয়া লওয়া হইবে,—এই অঙ্গীকারে, তিনি রণজিৎ সিংহের সহিত সন্ধি-সুত্রে মিলিত হইলেন। ১৬ কিন্তু সেই সময়ে হোলকারের নিকট পরাজিত হওয়ায়, সিন্ধিয়ার ক্ষমতা অধিকতর হ্রাস হইল। মহারাজ পুনঃপুনঃ পেরণের নিকট সৈন্য সাহায্য প্রার্থনা করিয়াছিলেন ; সে সাহায্য দান র্তাহার পক্ষে অবগু কর্তব্য হইলেও, নানা অজুহাতে প্রকাবাস্তে মহারাজের সে প্রার্থনায় পেরণ এতকাল উপেক্ষা প্রদর্শন করিয়া আসিতেছিলেন । সিন্ধিয়া ইংরেজদিগের সহিত লিপ্ত হইয়া সন্ধি স্থাপন করিলেন, এবং স্বার্থ-সাধোনোদেশু দ্বিধামতের দণ্ড স্বরূপ পেরণ পদচ্যুত হইলেন। তেজস্বীতার সহিত সৈন্য পরিচালনা দ্বারা যুদ্ধ ক্ষেত্রে কোন অভিনব সামরিক ১৪। প্রধানতঃ নিম্নলিখিত গ্রন্থ দ্রষ্টব্য : - ফ্রাঙ্কলিন কৃত 'টমাসের জীবন চরিত' গ্রন্থের ২১ পৃষ্ঠা প্রভৃতি ; এবং ম্যাজর স্মিথ কৃত ‘ভারতীয় স্থায়ী সৈন্যদলের সারসংগ্রহ (Franklin's Life of Thomas p. 21 &c. and of Major Smith's Sketch of Regular Corps in Indian States. ) পাতিয়াল রাজার ভগ্নীর বহু দুঃসাহসিক কার্যের বিষয় শিখ ইতিহাসে বর্ণিত আছে। তন্মধ্যে নাহনের পার্বত্য-রাজ্য আক্রমণই সবিশেষ উল্লেখযোগ্য। সেই রাজ্য হইতেই পাতিয়ালার রাজা পিপ্লোর উপত্যক এবং তদন্তর্গত শূন্তোন্তান বলপূর্বক অধিকার করেন। কিন্তু প্রেরণের প্রতিনিধি বুরকুইনের সাহায্য ব্যতীত তাহার কৃতকার্য হইতে পারেন নাই । ১৬ ম্যালকম (সার-সংগ্রহ, ১৭৬ পৃষ্ঠ—Sketch, p. 106) মনে করেন, পেরণ অতি সহজেই শিখদিগকে পরাভূত করিয়া পঞ্জাব অধিকার করিতে পারিতেন।

  • ७॥ २४०० श्रृंडेiप्लग्न “हे खूलाई मिल्लौब्र 'kब्रनिरछै, शांब्र (छछिछ अग्नेiब्रहणानिद्र निकों अरू गज - প্রেরণ করেন। জানা যায়—রেসিডেন্টের নিকট প্রতিনিধি ও আবেদন প্রেরিত হয়। তদনুসারেই 4हे गषिव्र विषङ्ग यमउ श्ब्रांटझ् ।।' * ,