পাতা:শিখ-ইতিহাস.djvu/১৯০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


শিখদিগের স্বাধীন রাজ্য 〉g'。 যশোবস্ত রাও পেশোয়ারে প্রত্যাবর্তনের প্রস্তাব করিলেন। তখন লর্ড লেক সৈন্তসমভিব্যাহারে বিপাশা নদীতীরে অবস্থান করিতেছিলেন ; ইংরেজ সেনাপতিও কোনরূপ অন্যায় দাবী করেন নাই। ১৮০৫ খ্ৰীষ্টাব্দের ২৪শে ডিসেম্বর এক সন্ধি হইল ; তাঁহাতে হোলকার নিরাপদে মধ্যভারতে প্রত্যাগমনের অনুমতি প্রাপ্ত হইলেন।৩০ লর্ড লেক যুদ্ধার্থ অগ্রসর হষ্টলেন। লাল সিং ও বাঘ সিং নামক দুই জন নরপতি তাহার সহিত যোগদান করিলেন। তাঁহাদের কার্যাবলী পূর্বেই বর্ণিত হইয়াছে। বলহীন এবং নিরাশ্রয় সাহেব সিং পাতিয়ালায় তাহাকে সাদরে অভ্যর্থনা করিলেন । লর্ড লেকের হস্তে দুর্গ-ভার অর্পিত হুইল ; ব্রিটিস-শাসনে তাহার প্রগাঢ় অমুরাগ ছিল, তাই তিনি বিস্তারিতরূপে বর্ণনা করিলেন। বাঘ সিং রণজিৎ সিংহের মাতুল ছিলেন। একদল শিক্ষিত পদাতিক এবং গোলন্দাজ সৈন্তের সহিত প্রতিদ্বন্দ্বিতা পরিহার-কল্পে সেই বিচক্ষণ সেনাপতির সাহায্য-গ্ৰহণ নিতান্ত আবশুক ; এরূপ সাহায্য-গ্ৰহণ অপ্রশংসনীয় বলিয়া অনুমিত হইল না। কথিত হয়,—রণজিৎ সিং ছদ্মবেশে ইংরাজ-শিবির পরিদর্শন করেন । তৎকালে ইংরেজ সেনাপতি কর্তৃক পর্যায়ক্রমে সিন্ধিয়া ও হোলকারের ক্ষমতা বিধ্বস্ত হইয়াছিল। রণজিৎ সিং হয়ত ইংরাজ সেনাপতির সামরিক সাজ-সজ্জা প্রত্যক্ষ দর্শন করিয়াছিলেন ৩১ অধিকন্তু যে সকল রাজপুরুষ রাজচ্যুত হইয়া তৎকালে আশ্রয় প্রার্থনা করিতেছিলেন, তাহাদের ভাগ্যের সহিত যাহাতে র্তাহার অদৃষ্ট-বন্ধন সংঘটিল্ড না হয়, তদ্বিষয়ে চিরস্থায়ী কোন স্থযোগ অনুধাবনেও রণজিৎ সিং বিশেষ দূরদর্শিতার পরিচয় প্রদান করিয়াছিলেন। যুশ সিং কুল্লালের ভ্রাতৃপৌত্র এবং ভাবী মহারাজার প্রিয় সঙ্গী, ফতে সিং আলহুওয়ালিয়া, এই সন্ধি স্থাপনের মধ্যস্থ ছিলেন ; অনতিবিলম্বে ‘সর্দার’ রণজিৎ সিং এবং ‘সর্দার ফতে সিংহ উভয়ের সহিত একটি সন্ধি স্থাপিত হইল । তাহাতে স্থিরীকৃত হইল, হোলকার অমৃতসর হইতে প্রত্যাগমন করিতে বাধ্য হইবেন ; এবং যতদিন সর্দারদ্বয় বন্ধুত্ব-স্বত্রে আবদ্ধ থাকিবেন, ইংরাজ গবর্ণমেণ্ট ততদিন তাহাঁদের রাজ্য অধিকারের জন্য কোন ষড়যন্ত্রে যোগদান করিবেন না ৩২ এই সময়ে লর্ড লেক কটোচের সংসার চাদের সহিত বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করিলেন ; উভয়ের মধ্যে মিত্ৰতস্বচক চিঠি-পত্ৰ চলিতে লাগিল ; তৎকালে সংসার চাদ পার্বত্য রাজগণকে বশীভূত করিয়া, রণজিৎ সিংহের পদাঙ্ক অনুসরণ করিতেছিলেন। কিন্তু তাহার সহিত কোন সন্ধি হইল ৩• । আমীর খার ইতিবৃত্ত, ২৭৫ পৃষ্ঠা ; এবং মারে বিরচিত রণজিৎ সিং, ৫৭ পঠা ইত্যাদি aëns 1 (Compare Ameer Khan’s “Memoirs', p. 275, and Murray's Runjeet Singh, p. 57, &c.) * «» i **5, ‘aat-qatvo, «wx «e, ><= -jöi 1 (See Moorcroft, Travels‘.u. 102, ) ৩২। সপ্তম পরিশিষ্টে সন্ধি-সর্ত দ্রষ্টব্য। У е