পাতা:শিখ-ইতিহাস.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য Ꮌ ©Ꮼ রাজার সহিত র্তাহার ষড়যন্ত্রকারিণী স্ত্রীর ঘোর বিবাদ-বিসম্বাদ চলিতেছিল ; রণজিৎ সিং সেই নবাভিষিক্ত কর্মচারী সমভিব্যাহারে সেই গৃহবিবাদে যোগদান করিতে গমন করেন। এ বিষয় পূর্বে হোলকার ও আমীর খার নিকট যেরূপ লাভজনক বলিয়া প্রতীয়মান হইয়াছিল, এক্ষণে লাহোরাধিপতির পক্ষে তাহ সমরূপ লাভজনক বলিয়া অনুভূত হইল। শিশু-পুত্রের ভরণপোষণের জন্য রাণী তখন দুর্বল স্বামীর নিকট হইতে রাজ্যের একটি বৃহৎ অংশ বলপূর্বক হস্তান্তর করিতে অভিলাষিণী হন। এক্ষণে রাণী, হীরক হার ও পিত্তল-নির্মিত কামান প্রদানের প্রস্তাব করিয়া, রণজিৎ সিংহের নিকট সাহায্য প্রার্থনা করিলেন ; রণজিৎ সিং সে প্রলোভনে মুগ্ধ হইয়া পড়িলেন ; রাণীকে সাহায্য প্রদান করিতে স্বীকৃত হইলেন । রণজিৎ সিং শতদ্রু অতিক্রম করিলেন ; বালকের ভরণপোষণ জন্য বাৎসরিক ৫০ হাজার টাকা নিম্পত্তি করিয়া দিলেন । অনস্তর রণজিৎ সিং অম্বিালা ও পর্বতমালার মধ্যবর্তী একটি রাজপুত পরিবারের অধিকৃত নারায়েণগড় আক্রমণ করিলেন । কিন্তু প্রথমবার তিনি তথা হইতে বিতাড়িত হইলেন ; তাহার গুরুতর ক্ষতি হইল । পরে তিনি সে স্থান অধিকার করিলেন। সেই আক্রমণকালে দুলিওয়াল সম্প্রদায়ের প্রাচীন রাজা তারা সিংহ, লাহোর সৈন্যের সহিত যুদ্ধ করিতেছিলেন ; নারায়েণগড়ে তাহার মৃত্যু হয়। র্তাহার জলন্ধর দোয়াবের রাজ্য অধিকার করিতে রণজিৎ সিং সে স্থান হইতে প্রত্যাবৃত্ত হইলেন । শক্তি-সামর্থে এবং তেজোবীর্যে সেই বৃদ্ধ নরপতির বিধবা পত্নী, পাতিয়ালার রাজার ভগ্নীর সমকক্ষ ছিলেন । কথিত হয়,— সেই রমণী স্বীয় পরিচ্ছদ পরিপান করিয়া, রণসাজে রাহুনের দুর্গের ভগ্ন প্রাচীরের উপর অসিহস্তে যুদ্ধ করিয়াছিলেন ।৭১ ১৮৭৮ খৃষ্টাব্দের প্রারম্ভে উত্তর পঞ্জাবের বহুতর স্থান লাহোর রাজ্যের অন্তভূক্ত হুইল । স্বাধীন শিখ-সর্দারগণ রণজিৎ সিংহের অধীনতা স্বীকার করিলেন। র্তাহীদের রাজ্যগুলি নবপ্রতিষ্ঠিত লাহোর রাজ্যের কর্তৃত্বাধীনে শাসিত হইতে লাগিল । কিছু কাল পূর্ব শতদ্রুর পশ্চিম তীরে কতকগুলি রাজ্য অধিকৃত হইয়াছিল ; এক্ষণে মোকুমৰ্চাদ তাহার স্ববন্দোবস্তের জন্য নিযুক্ত হইলেন । রণজিৎ সিংহের ধারাবাহিক আক্রমণে সারহিন্দের শিখদিগের মনে ভয়ের সঞ্চার হইয়াছিল। ১৮০৮ খ্ৰীষ্টাব্দে বিন্দ ও কাইথালের সর্দারগণ এবং পাতিয়ালার দেওয়ান-মন্ত্রী প্রভৃতি মিলিত হইয়া, ইংরাজদিগের সাহাষ্য প্রার্থণার্থ দিল্লী অভিমুখে গমন করিলেন। শতদ্রুর পশ্চিমতীরবর্তী রাজ্য সমূহের সর্দারদিগের সহিত ইংরাজ গবর্ণমেণ্টের যে চিঠি-পত্ৰ চলিতেছিল, এ যাবৎ সে সম্বন্ধ বিচ্ছিন্ন হয় নাই। এই সময়ে কর্ণালের নিকটবর্তী স্থানে কুঞ্জপুরার মুসলমান থাকে গবর্ণর-জেনারেল নিশ্চিত বলিলন যে, তাহার পৈতৃক-রাজ্য সম্বন্ধে ভয়ের কোন কারণ so i Compare “Maraay's Runjeer Singh, p. 61, 63 st Borstwę Hotfærs fr পাতিয়ালা হইতে যে কামাল প্রাপ্ত হন, তাহার নাম—কুরি খাঁ ; ১৮৪৫-৪৬ খৃষ্টাব্দের যুদ্ধে ইংরাজ কর্তৃক সেই স্থান অধিকৃত হয়।