পাতা:শিখ-ইতিহাস.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য )もV3 সমপরিমাণ অসভ্যজাতি সমূহের মধ্যে শিখ-জাতি বিশেষ উন্নতি লাভ করিতেছিল। যখন ইংলণ্ডের বিস্তৃত বিশাল শক্তি তাহাদিগের গতিরোধ করে, তখন তাহারা উন্নতির পথে অগ্রসর হইতেছিল। তাহার রাজনীতি সম্বন্ধে পরিমিতাচার অবলম্বন করিতে বাধ্য হইলেন ; স্বাধীনতা এবং যথেচ্ছচারের বিরুদ্ধবাদী হইয়া, জনসাধারণ যাহাতে সাম্য-ভাব অবলম্বন করে, তাহারা তদ্বিষয়ে চেষ্টা করিতে লাগিলেন । এতদ্ব্যতীত, অধীনস্থ নিম্নপদস্থ কর্মচারিগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিগণ বিশেষ বিশেষ কার্ষে নিযুক্ত হইতেন ; কেহ কেহ আবার স্থানীয় শাসনকার্যে ব্যাপৃত থাকিতেন। তাহারা সকলেই স্বার্গ সাধনোদেণ্ঠে আপাতমধুর এবং অধিকতর সুবিধাজনক বিষয়েই আসক্ত হইতেন। যাহাতে স্বার্থ-সাধন অবগুণ্ডাৰী, সাধারণের অপ্রীতিকর হইলেও, সেই সকল কার্য সম্পাদনেই তাহারা তৎপর হইতেন। র্তাহারা কৎি স্বচতুর এবং তারপর শাসনকর্তী হইতে পারিতেন ; যাহার। বহুদৰ্শন ও বহুগ্ৰন্থ-পাঠে জ্ঞানার্জন করিয়াছেন, এই সকল শাসনকর্তৃগণ কখনই তাহাদের সমকক্ষতা লাভে সমর্থ হইতেন না। যাহা হউক, তাৎকালিক সুদক্ষ এবং কার্যক্ষম কর্মচারিগণও সাময়িক সুযোগের সদ্ব্যবহার করিয়াছেন বলিয়া , তাহানের স্বাভাবিক প্রতিভা কেহই উপলব্ধি করিতেন না। সুতরাং মস্ত্রিগণের অনুপস্থিতি-কালে শ্রেষ্ঠ রাজশক্তি কোন গুরুতর কার্ষে হস্তক্ষেপ করিতে অভিলাষী হইলে, তাহাকে কাজে কাজেই গবর্ণমেণ্টের স্থানীয় প্রতিনিধিগণের উপরই প্রধানত: নির্ভর করিতে হইত। বস্তুতঃ, মঙ্গল-বিধানার্থই হউক, আর অনিষ্টসাধনোদেখেই হউক, সেই সকল কর্মচারী পক্ষপাতিত্ব করিতেন, অথবা একদেশদর্শী হইতেন। গ্রন্থকার অতি অল্পকাল মাত্র কার্যে নিযুক্ত ছিলেন ; তৎকালে একটি বিচার-সভা বা সংশোধনকারী মস্ত্রিসভা ছিল। গ্রন্থকার তজ্জন্ত কৃতজ্ঞতা প্রকাশের অনেক কারণ অনুভব করিয়াছিলেন। তাহারা কুঞ্জ ঝটিকাপূর্ণ বায়ুমণ্ডলের মধ্য দিয়া সর্বপ্রকার কার্যপ্রণালী পর্যবেক্ষণ করিতে পারিতেন। রাজনীতি এরং স্থায়পরতার সর্ববাদিসঙ্গত নীতি অনুসারে সর্বপ্রকার উদ্দেগুই তাহারা বিচার করিতে সক্ষম ছিলেন। ভারতে ইংরাজ-প্রাধান্তের সহিত তাহাদের কি সম্বন্ধ ছিল, তাহারা তাহাও উপলদ্ধি করিতে পারিতেন। ভাৱতে ইংরাজদিগের প্রাধান্ত প্রতিষ্ঠিত করিতে হইলে, কার্যাবলীর নিশ্চয়ত, এবং একতা-বিধান আবশ্বক। র্তাহাদিগের সহিষ্ণুতা অবলম্বন প্রয়োজন ; এবং সাধারণের উপযোগী করিয়া শাসনীতি প্রবর্তন করা কর্তব্য। যাহাতে সেই সকল শাসনীতির কঠোরতা অনুভূত না হয়, তদ্বিষয়েও छैोशप्नब्र मृडे ब्राथ कर्डबा।