পাতা:শিখ-ইতিহাস.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্য প্রতিষ্ঠা »ፃ¢ মন্ত্রণা স্থির হইলে, তিনি স মুজাকে পক্ষাবলম্বন করিতে আহ্বান করিলেন। এদিকে ফতে খ*াও বিশেষ সতর্কতার সহিত কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন। ক্রমেই অধিকতর স্নযোগ উপলব্ধি হইল ; সহসা রণজিৎ সিং প্রত্যাবৃত্ত হইলেন। সঙ্গে সঙ্গে সা স্বজা ধীরে ধীরে তাহার অনুগমন করিলেন। পথিমধ্যে র্তাহার অধিকাংশ বহুমূল্য সম্পত্তি লুষ্ঠিত হইল। শিখদিগের বিবরণে জানা যায়,—সাধারণ দস্থ্যগণ র্তাহার সম্পত্তি লুণ্ঠন করিয়াছে। কিন্তু সা সুজার বিশ্বাস,— শিখগণই সেই কার্যে অপরাধী , রণজিৎ সিংহের অধস্তন কর্মচারিগণ বিশেষরূপ বিচারক্ষম না হইতে পারেন ; কিন্তু সার আপন গৃহেই শত্রু ও বিশ্বাসঘাতকের অভাব ছিল না। পঞ্জাবের মধ্য দিয়া গমন কালে, স৷ স্বজার যে উচ্চপদস্থ কর্মচারী, মিঃ এলফিনষ্টোনের পরিচালক ও পথপ্রদর্শকরূপে নিযুক্ত হইয়াছিলেন, সার দুঃসময়ে সেই কৰ্মচারিগণ র্তাহার অনেক গচ্ছিত বহুমূল্য সম্পত্তি অপহরণ করিয়াছিলেন। কোহিন্থর এবং অন্যান্ত মহামূল্য তৈজসপত্রাদি ধনসম্পত্তির নিরাপদের বিষয়, সেই মীর আবুল হাসানই প্রথমে শিখরাজের নিকট জ্ঞাপন করেন। লাহোরে অবস্থানকালে, তিনিই রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তাহাতে তিনি বুঝাইতে চাহিয়াছিলেন, আফগান সম্রাট, কাশ্মীরের শাসনকর্তার সহিত মিলিত হইয়া ষড়যন্ত্রে যোগদান করিয়াছেন। তাহার সেই বিশ্বাসঘাতকতায়, শিখ রাজধানী হইতে তাহার প্রভুর সপরিবারে পলায়নের পথ কণ্টকিত হইল। বহুকাল চেষ্টার পর, পরিশেষে ১৮১৪ খ্ৰীষ্টাব্দের ডিসেম্বর মাসে বেগম লুধিয়ানায় পলায়ন করিলেন। সা স্বজা বুঝিয়াছিলেন,—র্তাহাকে বন্দী রাখাই, মহারাজ রণজিৎ সিংহের প্রধান লক্ষ্য। র্তাহার আরও প্রতীতি জন্মিল,—র্তাহার নাম করিয়া আপন স্বার্থসাধনই রণজিৎ সিংহের একান্ত উদ্দেশ্য । ইহার কয়েক মাস পরেই সা নিজেও পলায়ন করিয়া পার্বত্য প্রদেশে আশ্রয় গ্রহণ করিলেন । তথায় রণজিৎ সিংহের প্রতি অসন্তুষ্ট কতকগুলি শিখ তাহার সহিত যোগদান করিল ; কাশ্মীর আক্রমণকালে কিষ্টোয়ারের শাসনকর্তা তাহার সহায়তা করিলেন। তিনি উপত্যক-ভূমি পর্যন্ত অগ্রসর হইলেন বটে ; কিন্তু তাহাকে সত্বরই সে স্থান হইতে প্রত্যাবর্তন করিতে হইল। অতঃপর অকপট এবং জিঘাংসাপরবশ পার্বত্য অমুচরগণের সহিত তথায় বহুকাল অবস্থানের পর, তিনি কালুরের মধ্য দিয়া শতদ্রু অতিক্রম করিলেন। ১৮১৬ খ্ৰীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে সা লুধিয়ানায় গমন করিয়া আপন পরিবারবর্গের সহিত মিলিত হইলেন।২° সীমান্ত প্রদেশে তাহার উপস্থিতিতে বৃটিশ গবর্ণমেণ্ট বিশেষ ব্যক্তিব্যস্ত হইয়া পড়িলেন। সাহরাণপুর অথবা কর্ণালে প্রত্যাগমনের জন্ত বাহাতে তাহার প্রতি পীড়াপীড়ি করা হয়,—বৃটিশ গবর্ণমেণ্ট সেই ইচ্ছাই প্রকাশ করিলেন। সার R• I xfa xfcww xv ***firs fiRo, x-s, x •• ·¡è¡ I (“Murray's Runjeet singh,? p. 102 103.) সা স্বজার “আত্ম-চরিত’, পঞ্চবিংশ ও ষষ্ঠবিংশ অধ্যায়। (Shah Shaoja's Autobiography, chaps. xxv, xxvi.)