পাতা:শিখ-ইতিহাস.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е শিখ-ইতিহাস শাসনকর্তা ও লম্পটস্বভাব সৈন্তের আচার-পদ্ধতি পরীক্ষা কবিয়া, সহস্ৰ সহস্ৰ কষ্টসহিষ্ণু কৃষক ও শ্রমশীল শিল্পীদিগের চবিত্র বিচার করা যুক্তি-বিরুদ্ধ ; অবনতির চরম দশা প্রাপ্ত সৈনিকগণেব চরিত্র দেখিয়া, সাহসী এবং দলবদ্ধ সকল সৈনিককেই দোষী সাব্যস্ত করা কর্তব্য নহে ৬২ উত্তর ভারতের অপরাপর প্রদেশস্থ কৃষকগণের দ্যায় পঞ্জা,বর কৃষকগণ, বব বা গমের রুট এবং এক গণ্ডু্য কূপজল পাইলেই পরিতৃপ্ত হয়। সৈন্তগণেব অবস্থাও বেশী উন্নত নহে , আমোদ-উৎসবের সময় ব্যতীত, তাহারা অন্য সময় উন্মাদকারী মাদক দ্রব্যাদি ব্যবহাব কবে না । ধনৈশ্বর্য এবং পদসম্পন্ন অলস ব্যক্তি অথবা অধিকতর অকৰ্মণ্য ধর্মোন্মত্ত ব্যক্তিই উন্মত্তত ও উৎসাহ প্রার্থী হয় , তথবা মানসিক চিস্তাবিহীনতা ও কার্য-শূন্ততা নিরাকবণার্থ মাদক দ্রব্য বা মস্তেব আশ্রয় গ্রহণ করে। আহার্যাদি সম্বন্ধে ব্যয়বাহুল্য মুসলমানদেবই স্বভাবসিদ্ধ-ভাবতীয়দিগেব সেরূপ স্বভাব নহে। ইউরোপীযগণ যেরূপ অমিতব্যয়িত্তার সহিত পানাহারে আমোদ প্রমোদ কবেন, তাহা তুর্ক ও • রিসীদিগেব অবিদিশ, সেরূপ কবিলে, মিতচাবাঁ হিন্দুগুণ নিদাভাজন হন ।৬৩ বণজিৎ সিংহ, কেবল যে অপরিমিত ইন্দ্রিয়স্থখপরতন্ত্র ছিলেন তাঁহা নহে,— অত্যাচাবী ও অদ্বিতীয় ক্ষমতাশালী শাসনকতাদিগের ন্যায় তিনিও অমিতব্যায়ী, পক্ষপাতি এবং তোষামোদপ্রিয ছিলেন । একপক্ষে তিনি সমগ্র শিখ জাতির বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছিলেন । গোবিন্দের স্বাধীন-চেতা অকুচরবগ, সমস্বত্ব ভোগী খালসবি’ অপর একজন সদস্তের কখনই আজ্ঞাবাহী ক্রীতদাস হইতে পারে না। স্বতবাং প্রকৃত ন হইলেও, অতি সহজেই যাহাদেব প্রশংসা-ভাজন হইতে পারা যায়, এবং নিজ ৬২। কর্ণেল ষ্টিনব্যাকৃও ('Punjab, p. 76, 77 ) তাহদের মোটামুটি আছাৰাদির বিষয় উল্লেগ করিয়াছেন। তাহার মতে, কতকগুলি বীভৎস অচিাব, জনসাধারণেব মধ্যে প্রচলিত ছিল। কাপ্তেন alta ( 'Runjeet Singh," p. 85) or fit oston (“Journeys 1. 435 ) Geo to Hoa পদ্ধতির প্রতি অতি সাধারণভাবে ঘৃণা প্রদর্শন করিয়াছেন। মিঃ এলফিনষ্টোনও ('Hist ' of India’ u. 565 ) একই রূপ মত প্রকাশ করিয়া, এই নিন্দনীয় ইক্রিয়সুখপরতা সর্বব্যাপী বলিয়া নির্দেশ কবিযাছেন। যাহা হউক, কোন জাতির নীতি পদ্ধতি, এবং আচাব ব্যবহাবের বিচার করিতে হইলে, ব্যভিচাবিতাব সামান্ত কয়েকটি দৃষ্টান্ত দেখিয়াই, সাধারণ উপসংহাবে উপনীত হওয়া উচিত নহে। ভারতবাসিগণও ইউরোপীয়দিগের বিষয়ে সেইরূপ অতিবঞ্জিত বর্ণনা করিয়া খাকে , বারবণিতা পরিবেষ্টিত হইয়া, ইংরাজগণ মদ্যপান করিতেছে এবং নানা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছে, গ্রাম্য কাব্যে ও সংদাব অভিনবে, তাহাই বর্ণিত হইয়া থাকে। কাবণে বা অকারণে র্তাহারা তাহাঁদের অস্ত্রাদি বাবহার করিয়া থাকেন,তাহাও উল্লিখিত হয়। ৬৩। ফবষ্টার (Travels, i 335 ) শিখদিগেব মিতাচাবের বিষয বর্ণনা করিষাছেন। বহুসংখ্যক উভেন্তু ইঞ্জিয় মুখ হইতে নিম্পূহত সম্বন্ধে অনেক দৃষ্টান্ত দেখাইয়াছেন। স্বমত সমর্থনাৰ তিনি কর্ণেল পলিয়ারের বিবরণের কতকাংশ উদ্ধত করিয়াছেন। ম্যালকমণ্ড ( 'Sketch", p. 141 ) শিখদ্বিগের পরিশ্রমী ও সরল বলিয়া বর্ণনা করিয়াছেন ; কিন্তু এই সময় হইতে যখন জাতীৰ শক্তির বৃদ্ধি DB BD DDS DBBBB BDD DD DD DBB BBDD DD DBBD DD DDBBBBHH হইয়া উঠিল,—তাহাতে কোনও সন্দেহ নাই।