পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস مونه ها লাগিলেন। ধীয়ান সিংহের পুত্র হীরা সিংহের বাল্যবস্থাতেই মহারাজ তাহার ভাবী মহুত্বের লক্ষণ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিলেন । এই বালকের স্বাভাবিক সরলতায় ও শিক্ষা-সৌজন্যে তিনি প্রীত হইলেন। মহারাজ তাহাকে রাজা উপাধি প্রদান করেন। তাহার পিতা প্রকৃত ভারতবাসীর ন্যায়, বিশুদ্ধ বংশপরম্পরা বিশিষ্ট স্থানীয় কোন রাজপরিবারের একটি কন্যার সহিত পুত্রের বিবাহ দিয়া, নিজ বংশের বিশুদ্ধতা প্রতিপাদনে প্রয়াসী হইয়াছিলেন । ১৮২৮ খ্ৰীষ্টাবো, তিনি কাঙ্গাড়ার শাসনকর্তা মৃত সংসার চাদের কন্যার সহিত এই বিবাহ-সম্বন্ধ স্বস্থিরের জন্য চেষ্টা করিতে লাগিলেন। ফতে সিং আলহু ওয়ালিয়ার পুত্রের বিবাহোৎসবে যোগদান করার উদ্দেশুে, নিজ ভগ্নীর সহিত জাম্মুর শাসনকর্তা আনরোধ চাদ লাহোর পরিদর্শন করিতে যান ; তথায় অজানিতভাবে তিনি সম্পূর্ণরূপে ধীয়ান সিংহের নজরবন্দী হন। সুতরাং নুতন শাসনকর্তা আনরোধ চাদ অতি অনিচ্ছার সহিত সে বিবাহ প্রস্তাবে সম্মতি প্রদান করেন । এই প্রস্তাবিত বিবাহে কুলনাশের আশঙ্কায় ঐ পরিবারের প্রধান ব্যক্তি অপেক্ষী বালিকাবৃন্দের মাতা অধিকতর ক্রুদ্ধ হইয়া, সস্তানগণের সহিত শতদ্রুর দক্ষিণে পলায়ন করিবার অভিসন্ধি করিলেন । র্তাহাদিগকে ফিরাইয়া আনিতে আনরোধ চাদ আদিষ্ট হন ; কিন্তু তিনিও নিজে পলায়ন করেন ; সুতরাং তাহার সমস্ত সম্পত্তি অবরুদ্ধ হয়। দুঃখে ও বিরক্তিতে মাতার মৃত্যু হইল ; অস্ত্র-সাহায্যে সিংহাসনে পুন:-প্রতিষ্ঠিত হইয়া, ক্ষুদ্র রাজ্যের পুনরুদ্ধার সাধনকল্পে পুত্র ইংরাজদিগের সাহায্য প্রার্থনা করেন ; কিন্তু তাহার চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে মাতার মৃত্যুর পর, পুত্রও তাহার পশ্চাদগামী হইলেন। সংসার চাদের কতকগুলি ‘অসিদ্ধ সস্তানও ছিল । ১৮২১ খ্ৰীষ্টাবো মহারাজ স্বয়ং দুইটি কন্যাকে বিবাহ করিলেন। র্তাহার অনুকম্পায় একটি পুত্র রাজপদে উন্নীত হইল ; পিতৃরাজ্যের কতকাংশ পুত্রকে প্রত্যপণ করিয়া, মহারাজ কিয়ৎ পরিমাণে প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করিতে চেষ্টা করিলেন। সেই বৎসরই সমবংশ-পর্যায়ের একটি বালিকার সহিত মহা সমারোহে হীরা সিংহের বিবাহোৎসব সম্পন্ন হুইল । রণজিৎ সিংহের উদারতা ও মহত্বে বিমোহিত হইয়া, ইংরাজদিগের আশ্রিত বহু রাজা এই উপলক্ষে মহারাজকে অভিনন্দন ও উপঢৌকন প্রদান করিলেন । ৩ ইতিমধ্যে একজন অপরিচিত ব্যক্তি পেশোয়ারের সন্নিকটে জোর বিদ্রোহ-বহ্নি প্রজালিত করিল। উত্তর ভারতের অন্তর্গত বরেণী নামক স্থানে সৈয়দ বংশসস্তৃত আমেদ সা নামক একজন মুসলমান, বেতনভোগী সেনাপতি আমীর খার অনুচর ছিল। তৎকালে মারহাট ও পিণ্ডার রাজগণের বিরুদ্ধে যে যুদ্ধ চলিতেছিল, সেই যুদ্ধের অবসানে, যখন তাহার প্রভুর সাময়িক সৈন্যদল ভঙ্গ হয়, সেই সময় ইংরাজগণ আমীর খাকে একজন অধীস্থ রাজা বলিয়া স্বীকার করেন ; যুদ্ধে বিজয় লাভের পর, এই ব্যক্তি কর্মচ্যুত হয়। s» i «tra rs ristis f*, s°, osv šii ("Murray's Runjeet singh', p. 147. 148) and Resident at Delhi to Government, 28th Oct, 1828, *}.