পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३> ● শিখ-ইতিহাস গমনোদেণ্ডে জয়োল্লাসে জাহাজে আরোহণের জন্ত আমেদ সা কলিকাতা পর্যন্ত পরিভ্রমণ করেন ; তাহার সে যাত্রা মহা মহোৎসব-জ্ঞাপক । কিন্তু বৃহৎ সহরে আগমন করিয়া, তিনি বহুসংখ্যক শিস্য সংগ্ৰহ করিলেন ; সভা-সমিতি আহবান না করা পর্যন্ত, তাহার কার্যকলাপে কেহই দৃষ্টিপাত করেন নাই। তিনি তীর্থ পর্যাটনোদেখে মক্কা ও মদিনীয় যাত্রা করিলেন ; সাধারণতঃ লোকের বিশ্বাস, তিনি কনস্তান্তিনোপলও পরিদর্শন করিয়াছিলেন । কিন্তু তদ্বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায় না । চারি বৎসর পর তিনি দিল্লীতে ফিরিয়া আসিয়া, ধর্মবিশ্বাসিগণকে বিধৰ্মীদিগের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করিতে আদেশ করেন । বিধর্মী নামে তিনি কেবল শিখদিগকেই লক্ষ্য করিয়াছিলেন ; তাহার কার্যকলাপেও তাঁহাই বোধ হইয়াছিল ; কিন্তু তাতার প্রকৃত উদ্দেশ্য সম্পূর্ণরূপে বুঝিতে পারা যায় নাই। ইংরাজ যাহাতে কুপিত না হয়, তদ্বিষয়ে তিনি বিশেষ সতর্ক ছিলেন । কিন্তু বহু-বিস্তৃত জনাকীর্ণ দেশে বৈদেশিক জাতীর প্রাধান্য প্রবল হওয়ায়, অলক্ষিতভাবে জনসাধারণকে উত্তেজিত করিতে তিনি প্রচুর স্থবিধা পাইলেন। ১৮২৬ খ্ৰীষ্টাৰে পাচ শত অনুচর সমভিব্যাহারে আমেদ দিল্লী পরিত্যাগ করিলেন ; তখন এইরূপ বন্দোবস্ত হইয়াছিল যে, নির্দিষ্ট পরিচালকের অধীনে অপরাপর সৈন্যদলও তাহার অনুগমন করিবে । পূর্ব প্রভু আমীর খার বাসস্থান টঙ্ক নামক স্থানে তিনি কিছুকাল অবস্থান করিলেন। পরে তত্ত্বত্য সামস্তপুত্র তাৎকালিক নবাবও সেই সিদ্ধ পুরুষের শিষ্যদলভুক্ত হইলেন । সেই নব-দক্ষিত শিষ্যের নিকট আমেদ কিছু অর্থ সাহায্য প্রাপ্ত হইয়া, মরুভূমির মধ্য দিয়, সিন্ধুদেশের খইরপুর নামক স্থানে উপনীত হন। তথায় মীর রুস্তম খী কর্তৃক মহা সমাদরে অভ্যর্থত হইয়', তিনি পশ্চাদ্বতী “গাজী” বা ধর্মযোদ্ধগণের আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন । ইহারা সকলেই তাহার পশ্চাতে আসিতেছিল। অতঃপর আমেদ কন্দাহার অভিমুখে অগ্রসর হইলেন ; কিন্তু তাহার উদ্বেপ্তে কেহই বিশ্বাস করে নাই, অথবা সকলেই তাহা ভুল বুঝিয়াছিল। সেই হেতু তাৎকালিক শাসনকর্তী, বাফ্লকজায়ী’গণের নিকট কোন সাহায্য বা উৎসাহ প্রাপ্ত হইলেন না ; সুতরাং বিলজয়ীদিগের অধিকৃত প্রদেশের মধ্য দিয়া তিনি উত্তরাভিমুখে গমন করিলেন । ১৮২৭ খ্ৰীষ্টাব্দের প্রারম্ভেই কাবুল নদী অতিক্রম করিয়া, তিনি পেশোয়ার ও সিন্ধুনদের মধ্যবর্তী "ইউসফজায়ী” সম্প্রদায়ের অধিকৃত পর্বতমালার অস্তগত “পাওটারে” উপনীত হইলেন।15 >e Compare Murray's "Runjeet Singh' p. 145, 146. Isota wiftoffo foots হইতে গ্রন্থকার সৈয়দ আমেদের সম্বন্ধে অনেক বিষয় জানিতে পারিয়াছেন। একজন সন্ত্রাস্ত মৌলৰীও তাহার অস্ট্ররণ করিয়াছিলেন। পরে উভয়েই টঙ্ক প্রদেশে সন্মানসূচক পদপ্রাপ্ত হইয়াছিলেন। মুলী সাহ1মাত আলীর নিকটও তিনি অনেক বিশেষ বিশেষ ঘটনা জানিতে পারিয়াছেন। পীর মহম্মদ ধী নামক কাণ্ডরের এবজন দৃঢ়প্রতিজ্ঞ এবং কৃতবিদ্ধ পাঠানই প্রধানতঃ তাছাকে আবগুকীয় সংবাদ প্রদান করিয়াছিলেন ; তিনি তখন ইংরাজদিগের একজন কর্মচারী ছিলেন। তিনি মনে করেন, BBBBBS BBBB BB BB BBB BBB BBD BBB DDDDDD DDDD DDS DBBBS BB