পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ S ૨ শিখ-ইতিহাস শিখসৈন্ত শতদ্রু অভিমুখে প্রস্থান করিল। সুলতান মহম্মদ খাঁ এবং তাহার ভ্রাতৃগণ যথাসাধ্য তাঁহাদের জায়গীর বা উপনিবেশসমূহ রক্ষা করিতে থাকিলেন। তাহদের অবস্থা বিপদসঙ্গুল বুঝিয়া, এবং তৎপ্রদেশের শাসন দণ্ড পরিচালনা করা সহজসাধ্য নহে বিবেচনা করিয়া রণজিৎ সিং আশা করিয়াছিলেন, উক্ত প্রদেশ সম্পূর্ণরূপে অধিকার করিলে, কোন দোষ হইবে না।১৭ কিন্তু সৈয়দ আমেদ সার প্রভুত্ব কাশ্মীর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল ; অধিকন্তু সেই উপত্যক ও সিন্ধুনদের মধ্যবর্তী পার্বতীয়গণ লাহোরের শাসনাধীন থাকিতে অনিচ্ছা প্রকাশ করিয়াছিল । ১৮৩০ খ্ৰীষ্টাব্দের জুন মাসে আমেদ, সিন্ধুনদ অতিক্রম করিয়া, সেনাপতি আলাড ও হরি সিং নালোয় পরিচালিত শিখসৈন্ত আক্রমণের কল্পনা করিলেন ; কিন্তু তথায় পরাজিত হওয়ায়, তিনি সিন্ধুনদের পশ্চিমাভিমুখে পলায়ন করিতে বাধ্য হইলেন। কয়েক মাসের মধ্যেই তিনি পুনরায় সৈন্তসংগ্ৰহ করিতে লাগিলেন ; এবং নববলে বলীয়ান হইয়া, সুলতান মহম্মদ খাকে আক্রমণ করিলেন। বারুকজায়ী যুদ্ধে পরাভূত হইলেন এবং সৈয়দ ও র্তাহার ‘গাজী-গণ পেশোয়ার অধিকার করিলেন । কৃতকার্যতা লাভের সঙ্গে সঙ্গে তাহার উল্লাসও ক্রমশঃ বাড়িতে লাগিল। কিংবদন্তী অনুসারে জানা যায়, তিনি “কালিফ’ নাম প্রচার করিয়া স্বনামে মুদ্রাঙ্কণ আরম্ভ করেন। ঐ মুদ্রার উপরিভাগে নিম্নলিখিত কথাগুলি মুদ্রিত হইয়াছিল; —‘সত্যনিষ্ঠ ও ন্যায়পর আমেদ,-ধর্ম-স্থাপনকর্তা ; তাহার তরবারির চাকচিক্যে বিধর্মীদিগের ধ্বংস সাধিত হয়।’ পেশোয়ারের অধঃপতনে লাহোরে কিঞ্চিৎ ভয়ের সঞ্চার হওয়ায়, সিন্ধু-তীরস্থিত প্রদেশের সৈন্যসংখ্যা বদ্ধিত হইল ; কুমার শের সিংহ তাহাদের সেনাপতি নিযুক্ত হইলেন । যাহারা স্বার্থপরতার বশবর্তী হইয়া ধর্ম বিসর্জন দিয়াছিল, বাহার ধর্ম অপেক্ষা স্বার্থসিদ্ধিই শ্রেষ্ঠতর মনে করিত, সেই সকল নামমাত্র মুসলমান শাসনকর্তা, ভারতীয় বিজেতার অধীনতা-পাশে আবদ্ধ হইতে ঘৃণা প্রকাশ করিত ; অধিকন্তু আমেদের অবিবেকতায় তাহার অম্লচর ইউসফজায়ীগণ, ক্রুদ্ধ হইয়া উঠিল। তিনি কৃষকদিগের উৎপন্ন শস্তের দশমাংশ রাজস্ব স্বরূপ গ্রহণ করিতেন । এইরূপ প্রথা প্রবর্তনে কোন অসন্তোষের চিহ্নই পরিলক্ষিত হয় নাই। প্রত্যেক বিষয়েই ধর্মগুরুর স্বত্ব বর্তমান,—তাহাদের সে জ্ঞান জন্মিয়াছিল ; তাহাতেই তাহারা সন্তুষ্টচিত্তে ঐ করপ্রদান করিত। অতঃপর আমেদ এক হীনতার পরিচয় প্রদান করিলেন ; তাহাতেই অনর্ধ ঘটিল। তিনি আদেশ করিলেন যে প্রত্যেক যুবতী স্ত্রীলোক বিবাহোপযুক্ত বয়ঃপ্রাপ্ত হইলেই, তাহাকে বিবাহ দিতে হইবে ; এইরূপ আদেশ প্রচারিত হওয়ায়, অর্থলোলুপ আফগান পিতা-মাতার আয়ের পথ রুদ্ধ হইল। আফগান জাতি সাধারণতঃ Si Capt. wade to Resident at Delhi, 15th september, 1830. stata fitre ৰাক্লকজায়ীদিগের সহিত বিবাদের অনেক কারণ পাইয়াছিলেন। খুটুক” নামক অপর একটি জাতিকে ভাহার অধীনতা-পাশে আবদ্ধ করিয়াছিল। তাহাঙ্গের সম্বন্ধে রণজিৎ সিং বলিয়াছিলেন, উজীর ফতে * Wroth of atton co, Stotal of{taesto oth of on 1 (Capt. Wade to Government 9th Dec. 1831 )