পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ છે. 8 শিখ-ইতিহাস শাসনকর্তাকে পুনরায় প্রত্যপণ করা হইবে ॥১১ হীরটের সা মামুদের সহিত মহারাজার পত্রাপত্ৰ চলিতেছিল।২ট যুবক সিন্ধিয়ার বিবাহে উপস্থিত থাকিয় তাহাকে সম্মানিত করিতে, ১৮৩০ খ্ৰীষ্টাব্দে গোয়ালিয়রের বাইজাবাই মহারাজকে নিমন্ত্রণ করেন ৭২১ এই সময়ে ইংরাজগণের মনে এক সন্দেহ উপস্থিত হইল । তাহারা মনে করিলেন, মহারাজ, রুষ-রাজের সহিত সন্ধি সংস্থাপনের জন্য লেখা-লিখি করিতেছেন ॥২২ সুতরাং ইংরাজ গণও মহারাজকে তোষামোদ আরম্ভ করিলেন ; তাহারা ভাবিলেন,—লাভজনক বাণিজ্যব্যবসায় এবং ন্যায্য অধিকার বিস্তার করিয়া, উদ্দেশু-সাধন-কল্পে এরূপ তোষামোদ কদাচ নিন্দনীয় নহে । ১৮৩১ খ্ৰীষ্টাব্দে ভারতের গবর্ণর জেনারেল, লন্ড উইলিয়ম বেটিঙ্ক, সিমলায় উপনীত হইলেন। গবর্ণর জেনারেলের নিজ কুশল-বাত শ্রবণের জন্য এবং বৃটিশ গবর্ণমেণ্টের উন্নতি-কামনায় রণজিৎ সিংহের ঐকাস্তিক অভিলাষ বিজ্ঞাপনার্থ, শিখ-রাজ-প্রতিনিধি-বর্গ গবর্ণর-জেনারেলের সহিত সাক্ষাতের জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। গ্রীষ্ম ঋতুর প্রখর উত্তাপ অসহনীয় হইয়া উঠিল ; স্বতরাং গবর্ণর-জেনারেল লাহোর দরবারে প্রতিনিধি প্রেরণ করিয়া, লোকাচার-ধর্ম রক্ষা করিতে সমর্থ হইলেন না। কিন্তু মহারাজকে ধন্যবাদ প্রদানের জন্য লুধিয়ানার রাজনৈতিক প্রতিনিধি কাপ্তেন ওয়েড পত্রবাহকরূপে প্রেরিত হইলেন। রণজিৎ সিং, লড উইলিয়ম বেণ্টিঙ্কের সহিত সাক্ষাত করিতে ইচ্ছুক কিনা, অথবা তাহার সাক্ষাৎকার লাভের জন্য কোনরূপ প্রস্তাব করিতেও ইচ্ছা করেন কিনা,— তাহাই স্থির করা, প্রতিনিধির প্রধান কত ব্যরূপে নির্দিষ্ট হইয়াছিল। গবর্ণর-জেনারেল মনে করিয়াছিলেন, এ বিষয়ে ইংরাজ-রাজ-প্রতিনিধির অগ্রণী হওয়া অনাবশ্বক ; উপযাচকে দেশীয় সামস্তের সহিত সাক্ষাত করিতে যাওয়া, ইংরাজদিগের পক্ষে Sa | Captain Wade to the Resident at Delhi, 3rd May, 1829 and 29th April, 1830. q: : :1:1: fit-R efiqi fzzi I ( See Munshee Mohon Lal's Journal. under date 3rd March, 1836 ) ভাওয়ালপুরের ইতিবৃত্ত পাঠে জানা যায়, অপরাপর কয়েক ব্যক্তির বিশ্বাসঘাতকতায় নবাব এই স্থান প্রাপ্ত হইযাছিলেন। শতদ্রুর পশ্চিমে সমুদায় রাজ্য হইতে যখন ৰাহাওয়াল খ। বঞ্চিত হইলেন ; তখন ঐ স্থান পুনরাধিকারের ভার সেনাপতি ভেন্টরার হন্তে অর্পিত হয়। ( গ্রন্থকার সেই কৰ্মচারীর নিকট এইরূপ বিবরণই শুনিয়াছিলেন । ) ২• । দিল্লীর রেসিডেন্টের নিকট কাপ্তেন ওয়েড লিখিত পত্র,— তারিখ ১৮২৯ খৃষ্টাব্দের ২১শে জানুয়ারী, এবং ১৮৩১ খৃষ্টাব্দের ৩রা ডিসেম্বর। ২১। দিল্লীর রেসিডেন্টের নিকট কাপ্তেন ওয়েডের পত্র ; তারিখ ১৮৩০ খৃষ্টাব্দের ৭ই এপ্রিল। ৰখন উাহার পুত্রের বিবাহ হয়, তখন সিন্ধিয়া লাহোরে ছিলেন না,—এই কথা বলিয়া মহারাজ নিমন্ত্রণ গ্রহণে অসম্মত করেন । ২২। দিল্লীর রেসিডেন্টের নিকট কাপ্তেন ওয়েড লিখিত পত্র ; তারিখ ১৮৩০ খৃষ্টাব্দের ২০শে জাগষ্ট।