পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু २२€ তৎপূর্বেই রাজস্বের দাবী করিয়াছিলেন।৬৯ কিন্তু সেই হীনবল দূরদেশেস্থিত জনপদ, পূর্বে কেহই আক্রমণ করেন নাই। পরে জাম্মুর রাজগণ, ইরাবতী ও বিত্তস্তার মধ্যবর্তী সমগ্ৰ পাৰ্বতীয় রাজ্যের শাসন-ভার প্রাপ্ত হইলে, কিছুকাল পরে তাহারা বুঝিয়ছিলেন, রণজিৎ সিংহের প্রতি র্তাহীদের প্রভূত্ব স্থাপিত হইল ; এক্ষণে র্তাহীদের অনুরোধ মহারাজের উপেক্ষণীয় নহে। জামু-রাজগণ আপনাদিগের ক্ষমতা নিশ্চিত উপলব্ধি করিয়া, পরিশেষে কাশ্মীর আক্রমণ করেন। রাজা গোলাপ সিংহের কিষ্টোয়ারের সেনাপতি জোরা ওয়ার সিং, ১৮৩৪ খ্ৰীষ্টাব্দে লে নামক স্থানের আভ্যন্তরীণ গৃহবিবাদে যোগদান করেন ; তিনি এক্ষণে ঘোষণা প্রচার করিলেন, যে কিষ্টোয়ারের রাজগণ পূর্বে যে প্রাচীন রাজ্যের অধিপতি ছিলেন, তাহ অবশুই তাহাদিগকে প্রত্যপিত হইবে। শেষে তিনি দক্ষিণ-প্রদেশসমূহে প্রবেশ করেন ; কিন্তু ১৮৩৫ খ্ৰীষ্টাব্দ পর্যন্ত তিনি রাজধানীতে পৌছতে পারেন নাট। তিনি এক পক্ষ অবলম্বন করিয়া, তৎকালিক রাজাকে সিংহাসনচ্যুত করিলেন ; এবং তৎপরিবর্তে র্তাহার রাজদ্রোহী মন্ত্রীকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। পরে জারোয়র সিং ত্রিশ সহস্র টাকা বার্ষিক রাজস্ব নির্ধারণ করিলেন ; তথাকার দুর্গে এক দল সৈন্য স্থাপিত হইল । শেষ হিমালয়ের উত্তর-পাদদেশস্থিত ক্রমনিম্ন স্থানের কতকগুলি জনপদে আধিপত্য বিস্তার করিয়া, ১৮৩৫ খ্ৰীষ্টাব্দের শেষভাগে লুষ্ঠিত সম্পত্তি সহ জাম্মুতে উপনীত হইলেন । হৃত-সর্বস্ব রাজা, লাসায় চান রাজ-কর্তৃপক্ষীয়দিগের নিকট অভিযোগ করিলেন। তাহার স্থলাভিষিক্তগণ রীতিমত রাজস্ব প্রদান করিতে লাগিলেন ; মৃতরাং এই অন্যায়ধিকারের প্রতি কাহার ও দৃষ্ট সঞ্চালিত হইল না । তখন কাশ্মীরের শাসনকর্তা এক অভিযোগ উপস্থিত করিলেন ; —গোলাপ সিংহের বাণিজ্য-নীতি প্রবfতত হওয়ায়, নিয়মিত শাল-পশম সরবরাহের বিশেষ ক্ষতি হইতেছে ; কিন্তু তৎক্ষণাৎ সে বিষয়ের মীমাংসা হইয়া গেল। পরিশেষে অনুগ্রহাকাজক্ষীদিগের ক্ষমতালাভের উচ্চাকাঙ্ক্ষীয়, তাহাঁদের আতুগত্য ও রাজভক্তি প্রদর্শন সত্বেও, রণজিৎ সিং তাছাদের প্রতি সন্দিহান হইয়া উঠিলেন।10 পেশোয়ারের দিকেই রণজিৎ সিংহের ভয়ের প্রধান কারণ বর্তমান রহিল, কিন্তু সিন্ধুদেশ সম্বন্ধে আশার মোহিনী কল্পনায় তাহার প্রাণ নাচিয়া উঠিল। নিজ নিজ ক্ষমতায় পূর্বে আমীরগণের যে বিশ্বাস ছিল, পরাজয়ের পর যে বিশ্বাস বিদূরিত হইল। সা স্বজা কান্দাহার হইতে পরাজিত হইয়া প্রত্যাবর্তন করিলে, হায়দ্রাবাদের শাসনকর্তা মহারাজের নিকট এক প্রস্তাব উত্থাপন করেন ; ভূতপূর্ব সম্রাটের আক্রমণ হইতে রক্ষা করিতে sa i Moorcroft, "Travels’, i. 420. a • Capt. Wade to Government, 27th Jan. 1835, and Mr. Vigne. Travels. in Kashmeer and Tibet", ii, 352 ; গ্রন্থকারের হস্তলিখিত পত্রিকা অনুসারে তাহাঁদের বাক্যাবলী সংশোধিত এবং পরিবর্ধিত হইয়াছে। যুবরাজ খড়গ সিং, জাম্মু পরিবারের মন্ত্রণায় সশঙ্ক হইয়াছিলেন। (Capt. Wade to Government, 10th Aug, 1836) > (t