পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२b* শিখ ইতিহাস কিন্তু ইতিমধ্যে ইংরাজগণও কুটনীতিতে র্তাহাকে পরাজিত করিতে কৃতসংকল্প হইলেন। স্থিরীকৃত হইল যে, পৃথিবীর সর্বসাধারণের বাণিজ্যের সুবিধার জন্ত সিন্ধুনদে বণিজ পোত পরিচালনার উদ্দেশ্যে কাপ্তেন বারনেস বাণিজ্য-ব্যপদেশে সিন্ধুনদের তীরবর্তী প্রদেশগমন করিবেন।৮৩ তাহার প্রতি এই উপদেশ প্রদত্ত হইল,—মহারাজের নিকট যেন প্রকৃত উদ্দেশু ব্যক্ত না হয় , একমাত্র বাণিজ্যই তাহাঁদের উদ্দেশু,—র্তাহার নিকট সেই ভাব প্রকাশের জন্যই তাহাকে উপদেশ দেওয়া হইল। বস্তুতঃ, বাণিজ্য-সৌকর্যার্থ প্রথমে মিথেনকোটে যেরূপ একটি বাণিজ্য বন্দর প্রতিষ্ঠিত হইবার উপক্রম হইয়াছিল, সেইরূপ অন্ত কোন স্থানে বাণিজ্য কুঠি নির্মাণকল্পে মহারাজের সাহায্যের আশা ইংরাজগণ করিয়া থাকেন, তদ্বিষয়ও ব্যক্ত করা হইল (৮° তথাপি ইংরাজ কর্তৃপক্ষীয়গণ সিন্ধুদেশ সম্বন্ধে বাণিজ্যনীতি ও রাজনীতি, উভয়বিধ নীতি অবলম্বনের চেষ্টা করিতেছিলেন । যাহা হউক, গবর্ণর-জেনেরল বলিলেন, ঐ দেশের অবস্থা বিশেষরূপ আলোচনা করিয়া, তৎফলে স্থিরীকৃত হইয়াছে যে, ঐ দেশের সহিত ঘনিষ্ট সম্বন্ধ স্থাপন করিতে হইবে।৮৫ তিনি আরও বলিলেন, আমীরগণ, রণজিৎ সিংহের ভয়ে ইংরাজদিগের আশ্রয় গ্রহণ করিতে অভিলাষী। তাহাদিগের আশঙ্কার অথবা তাহদের শক্ৰতাচরণে পূর্বে যে সমুদায় সন্ধিপ্রকরণ ভগ্ন হইয়াছে, তাহাদিগকে সাহায্য প্রদানার্থ সে সকলই পুনরায় প্রবর্তিত হইবে । সর্বশেষে ইংরাজগণ স্থির করিলেন যে, রণজিৎ সিং এবং সিন্ধিয়ানদিগের কার্যকলাপে যোগদান করিতে, অতঃপর, যখন হায়দ্রাবাদে একজন ইংরাজ প্রতিনিধি নিযুক্ত হইবেন, তখন র্তাহারা অন্যান্য অবাস্তরিক সম্বন্ধ নির্দেশ করিয়া দিবেন। রণজিৎ সিংহের সম্বন্ধে ইংরাজ-শাসন-কর্তৃগণ ভাবিয়া স্থির করিলেন,– রাজনৈতিক স্বার্থের কঠোরতম বিচারে, সিন্ধুনদের তীর-ভূমিতে শিখ-দিগের ক্ষমতা অধিকদূর বিস্তারে বাধা প্রদান করিতে র্তাহারা বাধ্য। যে রাজ্য র্তাহারা মহারাজের অধিকৃত বলিয়া স্বীকার করিয়াছেন, মহারাজের অধিকৃত সেই রাজ্য সমুহে হস্তক্ষেপ করা নীতিবিরুদ্ধ হইলেও, তাহাদের ইচ্ছা এই যে, বর্তমান সন্ধি-সম্বন্ধ ভগ্ন হওয়া উচিত নহে; কারণ যুদ্ধ উপস্থিত হইলে, বাণিজ্য সৌকর্যার্থে সিন্ধুনদে বাণিজ্য-পোত পরিচালনায় বিঘ্ন উপস্থিত হইবে। তখন রাজনৈতিক প্রতিনিধির প্রতি আদেশ হইল যে, যাহাতে রণজিৎ সিং শিকারপুর আক্রমণের আশা পরিত্যাগ করেন, তদ্বিষয়ে তাহাকে বাধা করিতে হইবে। উদ্দেশু-সাধনাৰ্থ ভয়-প্রদর্শন ব্যতীত, তিনি অন্য যে কোন উপায় অবলম্বন করা আবশুক মনে করেন, তিনি তাঁহাই করিতে পাবিবেন। সা স্বজা তখনও নিরাশ হন নাই; তাহার সহিত সন্ধি-স্থাপনের কথা চলিতেছিল। প্রতিনিধির প্রতি আদেশ প্রচারিত হইল,— র্তাহীকে জানাইতে হইবে যে, যদি তিনি লুধিয়ানা পরিত্যাগ করেন, তাহা হইলে, we Government to Captain Wade, 5th Sept 1836, vs Government to Capt. Wade, 5th Sept, 1836. we Government to Col. Pottinger, 26th Sept. 1836.