পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিেেহর মৃত্যু ३३> পুনরায় তথায় ফিরিতে পরিবেন না ; এবং তাহার পরিবারের ভরণ-পোষণার্থ যে বৃত্তি প্রদত্ত হইতেছিল, তাহাও বন্ধ করিয়া দেওয়া হইবে। যে ‘মাজারিদিগের অধিকৃত ভূমি শিখগণ অধিকার করিয়াছিল, তাহাঁদের সম্বন্ধে বলিলেন যে, তাহীদের পরাজয়ে সাধারণের মঙ্গল সাধিত হইয়াছে, এবং তাঁহাদের শাসন-সংরক্ষণ-বিষয়ক প্রশ্ন ভবিষ্যতে কোন সময়ে মীমাংসিত হইতে পারিবে।৮৬ অন্যপক্ষে, সিন্ধিয়ানগণ ‘কেনের দুর্গাধিকার সম্বন্ধে অভিযোগ উপস্থিত করিল। রণজিৎ সিং সিন্ধিয়ানদিগকে জানাইলেন,—তাহাদের বার্ষিক রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা হইবে ; এবং অধিকৃত দুর্গ ফিরিয়া পাইতে হইলে, তাহাদিগকে বহু অর্থ প্রদান করিতে হইবে । রণজিৎ সিংহ সিন্ধিয়ানদিগের নিকট এই সকল বিষয় দাবী করিলেন। সিন্ধিয়ানগণ উত্তরে তাহাকে জানাইল যে, অনন্তোপায় হইয় তাহারা সকলেই অস্ত্রধারণে দৃঢ়প্রতিজ্ঞ হইয়াছে ৮৭ তৎকালে সিন্ধিয়ানদিগকে আশ্রয় প্রদানের জন্য এক সন্ধি প্রস্তাব চলিতেছিল ; পটঙ্কারের সেই সন্ধি-প্রস্তাবে রণজিৎ সিংহ সে কার্যে নিবৃত্ত হইলেন ; অন্যথা, শিখগণ নিশ্চয়ই সিন্ধিয়ানদিগকে আক্রমণ করিত। ইংরেজগণ হয়তো মহারাজের এই পার্যে অসন্তোষের চিহ্ন প্রকাশ করিয়া, সেই অছিলায় পরিশেষে সন্ধি-সর্ত ভঙ্গ করিবেন,—রণজিৎ সিং তাঁহা মনে করিয়া শঙ্কিত হইয়াছিলেন । তৎকালে কুমার খড়গ সিং এবং নাও নিহাল সিং বহু সৈন্ত সমভিব্যাহারে সিন্ধু নদীর তীরে অবস্থান করিতেছিলেন ; কেবলমাত্র ইংরাজ-রাজনৈতিক-প্রতিনিধির বাদ-প্রতিবাদে ও আপত্তিতে মহারাজ লাহোরে অবস্থিতি করিতেছিলেন । এতৎ সত্বেও, সন্ধি স্থাপন ও যুদ্ধ ঘোষণা উভয়ের উপযোগিতা রণজিৎ সিং তুলনা করিয়া বুঝিয়াছিলেন । সুতরাং কাপ্তেন ওয়েড স্বয়ং মহারাজের রাজধানীতে গমনের সংকল্প করিলেন ; প্রকাশুভাবে ব্রিটিশ-গবর্ণমেণ্টের শক্ৰতাচারণ করিয়া, তিনি যে বিপদসাগরে কম্প প্রদান করিতে অগ্রসর হইতেছেন, তদ্বিষয় মহাপ্লাজকে বুঝাইবার জন্য তিনি লাহোরে উপনীত হইলেন। মহারাজ সকল কথাই শুনিলেন, এবং পরিশেষে বশীভূত হইলেন। তিনি বলিলেন, অন্যান্য বিষয় বিবেচনা করিয়াই তিনি মিত্ৰগণের মতানুবর্তী হইয়া থাকেন ; আমীরগণের সহিত পূর্ব-সম্বন্ধ বজায় রাখিতে তিনি স্বীকৃত হইলেন। কিন্তু তিনি কেনের দুর্গ ধ্বংস করিয়া ফেলিবেন ; রোজান এবং মাজারি রাজ্য র্তাহারই শাসনাধীনে থাকিবে।৮৮ ইংরাজদিগের দাবীকৃত বিষয়ে সম্মত হইতে রণজিৎ সিংহের অধীনস্থ সামন্তগণ র্তাহাকে পুনঃপুনঃ নিষেধ করিলেন। র্তাহাঙ্গের বিবেচনায় এইরূপ দাবী কতদিনে এবং কোথায় শেষ হইবে, তাহার কোনই নিশ্চয়তা ছিল না। কিন্তু মহারাজ অসম্মতির ভাব প্রকাশ করিয়া, তাহাদিগকে মারহাট্টাদিগের দুই লক্ষাধিক সৈন্তের অবস্থা স্মরণ করাইয়! we Government to Capt. Wade, 26th Sept. 1836. vs 1 Capt. Wade to Government, 2nd Nov. and 13th Dec, 1836. vv Captain Wade to Government, 3rd Jan. 1837.