পাতা:শিখ-ইতিহাস.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু २७१ ভয়ে অভিভূত হওয়ায়, শিখ এবং আফগানদিগের পরস্পর বিরোধ মিটিয়া গেল। সী স্বজাকে কাবুলের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠ-কল্পে তাহারা সকলেই ইংরাজদিগের সহিত যোগদান করিলেন। প্রায় এক শতাদি পরে ইউরোপীয় সৈন্যের ভারত আক্রমণের ভিত্তিহীন জনরবে, ভারতের ইংরাজ অধিপতির সুখ-শাস্তি পুনরায় ভঙ্গ হইল।*** ফরাসী সেনাপতি আলার্ডের কার্যকলাপে তাহাদের মনে আরও সন্দেহ জন্মিল । ইতিপূর্বে কয়েক বৎসর পঞ্জাবে অবস্থান করিয়া, আলাড স্বদেশে গমন করেন ; পরে ১৮৩৬ খ্ৰীষ্টাব্দে কলিকাতা হইয়া, তিনি পুনরায় প্রত্যাবৃত্ত হন । যখন তিনি ফ্রান্সে ছিলেন, তখন ফরাসী-গবর্ণমেণ্টের নিকট এই মর্মে একখানি দলীল পাইতে চেষ্টা করেন যে, যখন তিনি বিপজ্জালে জড়িত হইবেন, অথবা ইংরাজগবর্ণমেণ্টের নিকট যদি লাহোর রাজ্য পরিত্যাগ করিতে অনুমতি প্রাপ্ত না হন, তখন রণজিৎ সিংহ তাহাকে ফরাসী দূত বলিয়। স্বীকার করিবেন। ইংরাজগণ বুঝিলেন, অবস্থা একান্ত সঙ্কটাপন্ন না হইলে , মহারাজকে ঐ দলিল প্রদান করা হইবে না। কিন্তু আলাড বিবেচনা করিলেন, যখন নিজের অবস্থা বিশেষ বিপদ-সস্কুল বলিয়া অনুমিত হইবে, তখনই তিনি সেই দলিল দেখাইয়া সাহায্য প্রার্থনা করিবেন। তিনি তৎক্ষণাৎ তাহার দলিলাদি শিখ-শাসন কর্তাকে দেখাইলেন ; শুনা গেল, জেনারেল আলার্ড লাহোরে ফরাসী দূত নিযুক্ত হইলেন ; কিছুকাল পরে ইংরাজ কর্তৃপক্ষীয়গণ র্তাহাদের অভ্যাগতকে কাল্পনিক প্রতারণার জন্য ক্ষম! ۹۵ د 1 figffsearsچ রণজিৎ সিং, মহাসমারোহে পৌত্রের বিবাহ কার্য সম্পন্ন করিলেন । এই উপলক্ষে ভারতের গবর্ণর-জেনারেল, আগরার গবর্ণর (সার চার্লস মেটকাফ ) এবং ইংরাজ সৈন্যদলের কমাণ্ডার-ইন-চিফ ( সেনাপতি ) নিমন্ত্রিত হন। ১৮৩৭ খ্ৰীষ্টাবে মার্চ মাসের প্রারম্ভে শুমি সিংহ আতারিওয়ালা নামক এক শিখ-সামস্তের কন্যার সহিত যুবরাজের বিবাহ-কাৰ্য সম্পন্ন হইল। কিন্তু ইংরাজ-কর্তৃপক্ষগণের মধ্যে একমাত্র সার হেনরি ফেণ সেই বিবাহে উপস্থিত হইলেন। সেই স্বদক্ষ সেনাপতি চিরকালই অতি সতর্কতার সহিত সামরিক শক্তি সামর্থ ও বীরোচিত গুণাবলী পর্যালোচনা করিয়া দেখিতেন। পঞ্জাবকে সম্পূর্ণরূপে পদানত করিতে হইলে, কত সৈন্ত ও অর্থসামর্থ আবশ্বক, তিনি তাহার একটি হিসাব স্থির করিলেন। কিন্তু তৎক্ষণাৎ তিনি এক মূলনীতি স্থির করিলেন ; তাহার মনে ,—শতজ্ঞ এবং রাজপুতনার মরুসদৃশ প্রদেশ ও সিন্ধুদেশ ইংরাজ-রাজ্যের প্রকৃত সীমা মধ্যে পরিগণিত হইতে পারে ; পূর্বখণ্ডে ইংরাজদিগের এইরূপ স্থান অধিকার করাই ১২২ ৷ ১৮৩১ খৃষ্টাব্দে ভারতবর্ষে ক্ল্য-আক্রমণের ভয়ে গবর্ণর-জেনারেল বিচলিত হইয়াছিলেন। (See “Murray's Runjeet Singl. by Princep. p. 168 ) ww.nftsg Fftetą tat-trofa Irns সে ধারণা বদ্ধমুল হয় ; কিন্তু অতঃপর তিনি উহা প্রকাশ করেন। ১২৩। ফরাসী কর্মচারিগণ সেই দলিল পত্র ষে ভাবে প্রয়োগ করিতে ইচ্ছা করিয়াছিলেন,—গ্রন্থকার उांशद्दे यमांन कब्रिब्रांप्शन । cजनांtब्रज cउबारे ठांशंब अक्षांज ७*ीपूख यमांन ; शूरदcजनॉम्ब्रह्लब সহিত এবিষয়ে উাহার কথাবার্ত হইয়াছিল। পারিসে ব্রিটিশ রাজদূত এবং কলিকাতার কর্তৃপক্ষ