পাতা:শিখ-ইতিহাস.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ মহারাজ রণজিৎ সিংহের মৃত্যু হইতে জোয়াহীর সিংহের মৃত্যু। ՖԵ Ցs-ՖՆ8(t পুত্র নাও নিহাল সিং কর্তৃক খড়গ সিংহের রাজচুতি –লেফটেনাণ্ট কর্ণেল ওয়েড এবং মি. ক্লার্ক : —নাওনিহাল সিং ও জামুর রাজগণ –খড়গ সিংহের মৃত্যু :- নাও নিহাল সিংহের মৃত্যু —শের সিং মহারাজ বলিয়া ঘোষিত হন ; কিন্তু নাও নিহাল সিংহের মাতা রাজকীয় সর্বপ্রকার ক্ষমতা গ্রহণ করেন : সৈন্যদলের বশ্যতা-স্বীকার এবং শের সিংহের ক্ষমতা লাভ ;– সৈন্যগণের রাজকার্যে হস্তক্ষেপ এবং সৈন্যদলের রাজ-নৈতিক সম্প্রদায় গঠন —ইংরাজগণের বাধাপ্রদানে অভিলাষ ;–শিখজাতির প্রতি ইংরাজগণের তাচ্ছিল্য প্রকাশ ;–তিব্বতে শিখজাতি ;–চীনদেশীয়গণ কর্তৃক বাধাপ্রাপ্ত, এবং ইংরাজ কর্তৃক তাহাঁদের ক্ষমতা হ্রাস —কাবুলে ইংরাজ –জেনারেল পলকের অভিযান –সিধানওয়াল এবং জাম্মু পরিবারদ্বয় –শের সিংহের মৃত্যু :- রাজা ধীয়ান সিংহের মৃত্যু —মহারাজ দলীপ সিং এবং উজীর হীরা সিংহের ঘোষণা প্রচার ; নিষ্ফল রাজদ্রোহ ;–পণ্ডিত জুলালের কার্য-কলাপ ও ব্যবস্থাবলী :– হীরা সিংহের পদচ্যুতি ও প্রাণদও —উজীর জোয়াহীর সিং -গোলাপ সিংহের বশ্যতা স্বীকার – পেশায়ার সিংহের বিদ্রোহ :- সৈন্যগণ কর্তৃক জোয়াহীর সিংহের নিধন সাধন। ] হীনবল অকৰ্মণ্য খড়গ সিংহকে সকলেই পঞ্জাবের অধিপতি বলিয়া স্বীকার করিলেন । কিন্তু মৃত মহারাজের খ্যাতনামা পুত্র শের সিং আপন শ্রেষ্ঠ স্বত্ব ও গুণাবলী প্রতিপন্ন করিয়া, বৃটিশ প্রতিনিধির চিত্তাকর্ষণ করিতে লাগিলেন। ১ নামমাত্র রাজার ঔরসজাত পুত্র নাও নিহাল সিংহ সম্রাটের সকল কাৰ্য-ভার স্বহস্তে গ্রহণের উদ্দেশুে, পেশোয়ার হইতে অনতিবিলম্বে লাহোরে আগমন করিলেন । অষ্টাদশ বর্ষীয় যুবক যুবরাজ, মন্ত্রী এবং জাম্বুর রাজগণ আস্তরিক ঘৃণা করিতেন । কিন্তু মহারাজের দুর্বল চিত্তের উপর চৈৎ সিং নামক একব্যক্তি প্রভাব বিস্তার করিয়াছিল ; খড়গ সিং বৃটিশ-রাজ-দূতের প্রভুত্বের উপর নির্ভর করিয়া স্বখে কালযাপন করিতে ইচ্ছা করিয়াছিলেন । স্বতরাং বাধ্য হইয়া উভয় পক্ষ পরম্পর সম্মিলিত হইল। তাঁহাদের প্রথম উদ্দেশ্য ভেষোমদকারিগণের ধ্বংস-সাধন করা ; দ্বিতীয় উদেশু, কর্ণেল ওয়েডকে স্থানান্তরিত করা । সেই কর্মচারি শিখদিগের স্বত্বাধিকার উদারভাবে ব্যাখ্যা করিতেন, এবং কিরূপে ইংরাজদিগের সহিত যুদ্ধ পরিহার করা কর্তব্য, —তাহা বুঝাইয়া দিতেন : এই সমুদায় কারণে তিনি রণজিৎ সিংহের নিকট বিশেষ ১f Govt. to Mr. Clerk, 12thJuly, 1839. পেশোয়ারে কর্ণেল ওয়েডের অনুপস্থিতি কালে, তাহার স্থলাভিষিক্ত মি. ক্লার্ক, শের সিংহের দুতকে আবদ্ধ করেন ; পরে তিনি সাধারণভাবে গবর্ণর জেনারেলের নিকট নিজ পত্র প্রেরণ করেন। তাহাতে আবশ্যকীয় সর্বপ্রকার অনুমতি প্রদানের জন্য गकण विषग्नरेछभिषिठ श्रेब्राझ्नि। षज़ निश्हे उंiशांब्र थडू :-cतब्र निश्क अरे क्षां बांनारेवांब জন্য, লর্ড অকল্যও অনতিবিলম্বে আদেশ প্রচার করিয়াছিলেন।