পাতা:শিখ-ইতিহাস.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& Φθ, विषं-हेडिशंज ভয়ে ভীত হইয়া, রাজ্যের কতকাংশ তাহাদিগকে প্রদান করিতে বাধ্য হন। তিনি ইস* কারদো এবং সিন্ধুনদের উৎপত্তি-স্থানের সন্নিকটস্থ সমগ্র উপত্যক তাহাঁদের হস্তে সমপর্ণ করেন ; অতঃপর তাহাঁদের অধীনস্থ কর্মচারীগণ এই স্থান স্বাধীন ভাবে স্বেচ্ছাক্রমে আক্রমণ করিতেন। এই সময়ে বালটির তাৎকালিক শাসনকর্তা আমেদ সার সহিত, তৎপরিবারবর্গের মনোমালিন্ত জন্মে। তজ্জন্য তিনি জ্যেষ্ঠ পুত্রকে বঞ্চিত করিয়া, কনিষ্ঠ পুত্রকে সিংহাসন প্রদানের প্রস্তাব করেন । অনেকে অকুমান করিয়াছিলেন, সিংহাসন লাভের জন্য, রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী কাশ্মীরের শাসনকর্তা এবং লুদাকের জামুরাজ প্রতিনিধি জোরাওয়ার সিংহের সাহায্য প্রার্থনা করিবেন । তদুদেশুে ১৮৪১ খ্ৰীষ্টাব্দে তিনি পিতার নিকট হইতে পলায়ন করিলেন ; “লে’ নামক স্থানে যাইয়া তিনি আশ্রয় অনুসন্ধান ও সাহায্য প্রার্থনা করিতে লাগিলেন। এই সময়ে লুদাকের সাক্ষীগোপাল রাজা গণছপ টানজিন, জাম্বুর রাজগণের অধীনতা-পাশ ছিন্ন করিতে মনস্থ করেন ; এতৎছুক্ষেপ্তে তিনি আমেদ সার সাহায্য পাইতে চেষ্টা করিতেছিলেন,তৎকালে জোরাওয়ার সিং উপস্থিত ছিলেন না। র্তাহার স্থানান্তর অবস্থান হেতু, সময় বুৰিয়া একদল “ইস্কারদো সৈন্য, “লে’ আক্রমণ করিল ;–তাঁহাদের শাসনকর্তার পুত্রকে বন্দী করিয়া লইতে অগ্রসর হইল। এই আকস্মিক আক্রমণে জোরাওয়ার সিং এক স্ববিধা পাইলেন ; –সেই অছিলায় তিনি যুদ্ধ ঘোষণা করিলেন। ১৮৪৭ খ্ৰীষ্টাব্দের মধ্যভাগে তিনি ক্ষুদ্র তিব্বত' অধিকার করিলেন বটে ; কিন্তু ইমাউস ও ইমোদীসের মধ্যবতি পার্বত্য রাজ্যগুলি এত অম্বুর্বর ছিল যে, বার্ষিক সাত হাজার টাকা কর প্রাপ্তির অঙ্গীকারে, আমেদ সার পরিবারবর্গের মধ্যেই তৎপ্রদেশের শাসন ভার অর্পণ করিয়া তিনি ফিরিয়া জাসিলেন ॥৩৫ এক্ষণে এই কৃতকার্যতা লাভে এবং লাহোরের অন্তবিদ্রোহে জোরাওয়ার সিং বিশেষ সাহসী হইয়া উঠিলেন। তিনি গীলগিট হইতে রাজস্ব আদায় করিতে চাহিলেন। ইয়ারখন্দের চীনদেশীয় শাসনকর্তার সহিত বিবাদ করিতে প্রবৃত্ত হইবেন,—এরূপ অভিপ্রায়ও তিনি প্রকাশ করিলেন। লুদাকের আধিপত্য প্রাচীন স্বত্ব পুনরখাপন করিয়া, লাস! নগরীর ধর্মযাজক-রাজার নিকট হইতে রোহতক, গারো এবং মানসরোবর নামক হ্রদগুলির স্বত্বাধিকার দাবি করিলেন ॥৩৬ জোরাওয়ার সিং রাজ্য বিস্তারের ইচ্ছা করিলেন। তিনি শাল-পশমের একচেটিয়া ব্যবসায় চালাইতে উদ্বুদ্ধ হইলেন। তখন এই ব্যবসায়ের বিস্তর শাখা-প্রশাখা শতঙ্ক নদীর নিম্নভূমি পর্যন্ত, পূর্বদিকে দিল্লী ও লুধিয়ান পর্যন্ত বিস্তৃত হইয়াছিল বটে ; কিন্তু তাহাতে জাম্বুর রাজকোঁধের কোনরূপ আর্থিক উন্নতি সাধিত হয় নাই।" ১৮৪১ & 1 Compare Mr. Clerk to Govt., 26th April, 9th and 31st May, and 25th Aug. 1840. ce Compare Mr. Clerk to Govt., 25th Aug. & 9th Oct. 1840, and 2nd Jan. and 5th June, 1841, on 1 Compare Mr. Clerk to Govt. 5th and 22nd June, 1841. *