পাতা:শিখ-ইতিহাস.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३१8 শিখ-ইতিহাস কতকগুলি বিদ্রোহী জাতির ক্ষমতা হ্রাস করিতে কল্পনা করিয়াছিলেন । যে তিব্বত দেশে বহু সৈন্যবল ক্ষয় হইয়াছে, এবং বিশাল রাজ্য র্তাহার হস্ত-স্খলিত হইয়াছিল ;–সেই তিব্বত বিজয় গোলাপ সিংহের আন্তরিক ইচ্ছা। তিনি তথায় গমন করিলেন বটে, কিন্তু তিনি পার্বত্য সৈন্যের প্রকৃতি সম্বন্ধে সকলই জানিতেন। তিনি নিজে যে সকল বিষয়ে অনভ্যস্ত, বৈদেশিক জাতির সেই নীতি-প্রণালী অবলম্বন করিয়া বিপদ-সাগরে নিমজ্জিত হইতে কখনও তিনি ইচ্ছা করেন নাই। সুতরাং "রেজিমেণ্ট সৈন্যদলের ন্যায়, শিখসৈন্যদলকে সভ্য, শিক্ষিত ও শৃঙ্খলাহুবর্তী করিতে সমর্থ হইলেন না। সেই অকৃতকার্যতা হেতু তিনি যে বিচক্ষণতার ভাণ করিতেন, তাহ প্রতারণাময় ও কপটতাপূর্ণ বালয় অকুমিত হইল। তখন সকলেরই বিশ্বাস জন্মিল, তিনি ঘৃণিত ইউরোপীয় শক্তির সৈন্যরাশির ধ্বংস-সাধন হেতু, আকবর খাঁর সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছেন ৭৩ তথাপি র্তাহার সাহায্য অত্যাবগুকীয় বলিয়া মনে হইল। তখন স্থানীয় ইংরাজ কর্মচারীগণ, অধিস্বামী শের সিংহের বিনা সম্মতিতেই, গোলাপ সিংহকে উৎকোচ স্বরূপ জেলালাবাদ প্রদানের প্রস্তাব করিলেন। কিন্তু মিষ্টার ক্লার্ক এই প্রস্তাবে সম্পূর্ণরূপে অসম্মত হইলেন।** এপ্রিল মাসে খাইবার পাশ উন্মুক্ত হইল ; অতিরিক্ত শিখ সৈন্য ইংরাজসেনাপতির সম্পূর্ণ সন্তোষ বিধান করিয়া, আপনাদিগের দোষ স্থালন করিল। তাহারা জাম্মুর রাজাকে কোন আশ্বাস বাণী প্রদান করিলেন না ; বৈদেশিক শক্তির কার্য-সিদ্ধি অথবা প্রতিশোধ গ্রহণ অপেক্ষ তিনি আপন স্বার্থসাধনই প্রিয়তর বলিয়া মনে করিলেন ; এবং উদ্দেশু সাধনাৰ্থ তৎপরতার সহিত তিনি লুদাকের সীমান্ত-প্রদেশ অভিমুখে অগ্রসর হইলেন । জেনারেল পলক স্থির করিলেন, জেলালাবাদ অধিকার করিয়া থাকার জন্য, সমুদায় শিখ সৈন্য তিনি জেলালাবাদে রাখিয়া যাইবেন ; কিন্তু প্রধান ইংরাজ সৈন্যদল কাবুলে গমন করিল। ইতিমধ্যে কর্ণেল লরেন্স সময় বুঝিয়া এক বীরোচিত কার্য সম্পন্ন করিলেন ; তাহার মধ্যস্থতায় একদল লাহোর সৈন্য ইংরাজ সৈন্যের অনুবর্তী হইল ॥৫° পূর্ব আক্রমণে তাহারা যেরূপ প্রতিশোধ প্রদান করিয়াছিল, সেই প্রতিশোধ কামনায় তাহার এবারেও ইংরাজ সৈন্যের সহিত যোগদান করিল। তাহার এ সময়ে সম্পূর্ণরূপে সপ্রমাণ করিয়াছিল যে, স্বাধীনভাবে স্ব স্ব প্রণালী অবলম্বনের অবসর প্রদান করিলে, তাহারা সর্বপ্রকার বিপদের সন্মুখীন হইতে সমর্থ। ৫৩। ১৮৪২ খৃষ্টাব্দের ১৯শে মার্চ, গবর্ণমেন্টের বরাবর মি. ক্লার্কের পত্র। as। যে সকল কর্মচারীর নাম উল্লিখিত হইয়াছে, তন্মধ্যে ম্যাঙ্গর ম্যাকেসন এবং লেফটেনাণ্ট কর্ণেল স্যার হেনরি প্রভৃতিই প্রধান। উত্তর-পশ্চিম ভারতে, ইংরাজদিগের কার্য-কলাপের সহিত মি. লরেলের * দ্বারূপে গ্রথিত ; সকলেই উহাকে সন্মান করিয়া থাকে। - ee । ‘কলিকাতা রিভিউ সংবাদপত্রের প্রবন্ধ ; তৃতীয় সংখ্যা, ১৮• পৃষ্ঠা। পেশোয়ারে কর্ণেল DBDS BDD DD BBB BBD DD BBBH BBDD DDDD DDDD D DDD DDBDD DDS .n -উদ্ধান্ত পারে। जदरब्राँष कf८०